গাছে definitions

Bangla-Tangla Dictionary
locative of গাছ: গাছ – tree
Samsad Bengali-English Dictionary
locative of গাছ: গাছ2 [ gācha2 ] n a tree, a plant; a tree-like object (ঘানিগাছ); a creeper, a herb (লাউগাছ). গাছকোমর বাঁধা v. (of girls and women) to tie the loose end of the sari tightly round the waist, (cp.) to tuck up one's clothes. ~ড়া n. a herbs; a medicinal herb. ~গাছড়া n. herbs or medicinal herbs collectively. ~গাছালি same as গাছগাছড়া । ~তলা n. the bottom or under neath part of a tree. ~পাকা naturally ripe. ~পালা n. pl. trees and plants collectively; vegetation. ~মরিচ n. red pep per. গাছে কাঁঠাল গোঁপে তেল বা গাছে না উঠতেই এক কাঁদি (fig.—ridi.) to count one's chickens before they are hatched. গাছে চড়ানো v. (fig.—ridi.) to inflate one with overpraise or flattery, to heap hyperbolical or excessive praise upon a person. গাছে তুলে (দিয়ে) মই কেড়ে নেওয়া (fig.—ridi.) to induce a person to run into a hazard by promising help and then abandon him.
Samsad Bangla Abhidhan
locative of গাছ: গাছ [ gācha ] বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। ☐ বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্থায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্থা। ~গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ~ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ~পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাৎ অনেক বয়েস হয়েছে)। ~পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা।

Processing time: 0.42 s