প্রস্তাবটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of প্রস্তাব: প্রস্তাব – proposal
Samsad Bengali-English Dictionary
definitive of প্রস্তাব: প্রস্তাব [ prastāba ] n context; a proposal; a subject for or under discussion, a topic; a dis course; a motion; (of a book) a chapter, a section. প্রস্তাব করা v. to propose; to put up a proposal; to move a motion; to name (as a candidate for election). প্রস্তাব তোলা v. to raise a topic; to move a proposal or motion; to propose. প্রস্তাবক n. a proposer; a mover (of a motion). প্রস্তাবনা n. a proposal; commencement; (of a drama etc.) a prologue. প্রস্তাবিত n. proposed; raised or moved (as a topic); under discussion.
Samsad Bangla Abhidhan
definitive of প্রস্তাব: প্রস্তাব [ prastāba ] বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্থাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। ~ বিণ. প্রস্তাবকারী। ~না বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্থের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত।

Processing time: 0.4 s