বিচার definitions

Bangla-Tangla Dictionary
বিচার – judgement (+ করা = to judge, to try in court)
Samsad Bengali-English Dictionary
বিচার [ bicāra ] n consideration, deliberation; argument; discussion; decision; inference; a (judicial) trial; judgment, finding. কাজির বিচার (derog.) mockery or travesty of justice. বিচার করা v. to consider, to deliberate; to argue; to dis cuss; to decide; to infer; to try (judicially); to judge. ~ক, ~কর্তা n. a judge; a justice. fem. ~কর্ত্রী । বিচারকমন্ডলী n. the judges; The Bench. বিচার করণিক n. a judicial clerk. ~কার্য n. trial; judgment. ~ক্ষম a. able or authorized to judge. ~ক্ষমতা n. ability to judge; competence or authority to judge. ~ণীয় same as বিচার্য ।~দেয়ক n. courtfee, ~পতি n. a judge; a justice. ~পদ্ধতি, ~ব্যবস্থা n. the judicial system; the legal procedure. ~বিবেচনা n. deliberation, consideration; proper or due consideration. ~বিভাগ n. the judiciary; the judges of a state collectively. ~ফল n. finding, judgment, verdict. ~বিভ্রাট n. miscarriage of justice, a travesty of justice. ~বিহীন, ~শূন্য a. lacking in judgment, unjust; inconsiderate; indiscriminate. বিচারা poet. form of বিচার করা । বিচারাধীন a. under investigation; on trial; sub judice, under judicial consideration. বিচারালয় n. a court of justice, a law-court, a court. বিচারাসন n. a judgment-seat, the bench. বিচারিত a. considered, deliberated; argued; discussed; decided, adjudged; inferred; (judicially) tried; judged, adjudicated. বিচারী a. one who considers or judges (সুবিচারী).
Samsad Bangla Abhidhan
বিচার [ bicāra ] বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায় অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ~, ~কর্তা (-র্তৃ), ~পতি বি. যিনি বিচার করেন; জজ। ~ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ~, ~ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ~ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ~ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ~বিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার। ~বিহীন, ~শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ~বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ~ব্যবস্থা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন। ~সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়।

Processing time: 0.45 s