গন্ধ definitions

Bangla-Tangla Dictionary
গন্ধ – smell
Samsad Bengali-English Dictionary
গন্ধ [ gandha ] n a scent, an odour, an aroma, a smell; a perfume (গন্ধ মাখা); spices (গন্ধবণিক); faint mention or touch or presence or trace (নামগন্ধ); connection (এতে টাকার গন্ধ আছে). গন্ধ ছড়ানো v. to give out smell, to smell. গন্ধ পাওয়া v. to smell, to get the smell of; to get an inkling of, to be on the scent. গন্ধ নেওয়া, গন্ধ শোঁকা v. to smell. ~কাষ্ঠ n. sandal wood, aloe-wood. ~গোকুল, ~গোকুলা n. a variety of pole-cat or civet. ~জল n. perfumed or scented water. ~তেল n. perfumed oil, scented oil. ~দ্রব্য n. an aromatic substance, a perfume; a kind of flower plant. ~পুষ্প n. a fragrant flower; a flower besmeared with or soaked in sandal-paste. ~বণিক n. a Hindu caste dealing in spices; a member of this caste. ~বহ, ~বাহ n. the wind. ~বিহীন a. same as গন্ধহীন । ~বেনে coll. corrup. of ~গন্ধবণিক । ~ভাদাল, ~ভাদুলি n. a kind of (medicinal) creeper with a strong scent, Paederia foetida. ~মূষিক n. the musk-rat, the mole. ~মৃগ n. the musk-deer. ~রাজ n. a kind of fragrant flower or its tree, the Gardenia. ~হীন a. scentless. গন্ধে গন্ধে adv. trailing the scent of.
Samsad Bangla Abhidhan
গন্ধ [ gandha ] বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ~কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ~গোকুল, ~গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ~তেল, ~তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ~দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ~পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ~বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ~বহ, ~বাহ বি. বাতাস। ~ভাদাল, ~ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ~মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ~মূষিক বি. ছুঁচো। ~মৃগ বি. কস্তুরীমৃগ। ~রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ~সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)।

Processing time: 0.39 s