ভারটা definitions

Bangla-Tangla Dictionary
definitive of ভার: ভার – burden, load, (মুখ + ~ + করা = to lower one's face in a huff), difficult (preceded by a verb), (+ নেওয়া = to take on a task)
Samsad Bengali-English Dictionary
definitive of ভার: ভার [ bhāra ] n gravity, heaviness, weight; load, burden, pressure (ঋণভার); responsibility, encumbrance (সংসারভার) charge, trust (কর্মভার); collection, a heap, clump (কেশভার); a bamboo pole borne on one'e shoulders for carrying loads hanging from its either extremities (ভারে-ভারে দই); a weight put on a scalepan to bring it into equipoise with the other scalepan. ☐ a. heavy, weighty, burdensome, unbearable, in tolerable, burdensome, unbearable, in tolerably miserable (জীবন ভার হওয়া); difficult (দেখা পাওয়া ভার); indisposed, feeling sick (দেহ ভার ঠেকা); affected with huff, sulky (মন ভার). ভার করা v. to darken with huff or to sulk (মুখ ভার করা); to become indisposed or sick. ভার চাপানো, ভার দেওয়া v. to load: to burden; to put a weight (as on a scalepan); to encumber; to entrust (one) with the charge of. ভার নেওয়া v. to carry burden or weight; to be loaded; to undertake a charge. ভার বওয়া v. to carry burden or weight; to shoulder a charge. ~কেন্দ্র n. (mech.) the cen tre of gravity. ~গ্রস্ত a. burdened, encumbered. ~বাহ, ~বাহক, ~বাহী a. carrying load or weight. ভারবাহী ঘোড়া a pack-horse, a draught horse, a sumpter, ভারবাহী পশু a pack-animal, a beast of burden, a draught animal. ~মধ্যে, ~মধ্যবিন্দু same as ~কেন্দ্র । ~শঙ্কু n. ale ver. ~সহ a. capable of bearing or with standing load or pressure. ~সাম্য n. (chiefly pol.) balance of power; equilibrium. ~হীন a. not heavy, light; not loaded; unburdened; unencumbered; having no charge; weightless (on account of absence of gravity)
Samsad Bangla Abhidhan
definitive of ভার: ভার [ bhāra ] বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। ☐ বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্থ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ~কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ~প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ~বাহ, ~বাহক, ~বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ~যষ্টি বি. বাঁক। ~সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ~সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্থৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ~হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। definitive of ভার: ভারপ্রাপ্ত, ভারবাহ, ভারবাহী [ bhāraprāpta, bhārabāha, bhārabāhī ] দ্র ভার definitive of ভার: ভারাক্রান্ত [ bhārākrānta ] দ্র ভার definitive of ভার: ভারার্পণ [ bhārārpaṇa ] দ্র ভার

Processing time: 0.42 s