দৃঢ় definitions

Bangla-Tangla Dictionary
দৃঢ় – firm
Samsad Bengali-English Dictionary
দৃঢ় [ dṛṛha ] a durable, sound (দৃঢ় ভিত্তি); strong (দৃঢ়কায়); firm, steady; constant (দৃঢ়প্রতিজ্ঞ); strict, severe (দৃঢ় শাসন); unwavering (দৃঢ় আনুগত্য); tight, taut (দৃঢ় বন্ধন); deep (দৃঢ় ভক্তি); unfaltering (দৃঢ় স্বর); unflinching (দৃঢ় বেগ); categorical (দৃঢ় নির্দেশ). দৃঢ় করা v. to make strong or firm; to tighten, to tauten; to make stronger or more firm. ~কায় a. having a well-built or strong body. ~চিত্ত a. firm in mind; firm in determination. ~জ্ঞান n. firm belief; positive knowledge; conviction. ~তা n. durability, soundness; strongness; firmness, steadiness; tightness; constancy; strictness, severity; unwaveringness; deepness. দৃঢ়তা সহকারে adv. firmly. ~নিশ্চয় a. convinced; confident; firmly re solved; sanguine; certain. ~প্রতিজ্ঞা a. one who intends firmly to fulfil his promise or vow; firmly resolved or resolute; firm in determination. ~প্রত্যয়, ~বিশ্বাস n. conviction; firm belief, strong faith. ~বদ্ধ a. tightly fastened or closed; tightened, taut. ~বন্ধন n. a strong tie or bondage; tight fastening. ~মুষ্টি a. one who has clenched one's fist; (fig.) tight-fisted, niggardly; (fig.) resolved, determined. ☐ n. a clenched fist. ~মূল a. firmly rooted; deep rooted; deep-seated. ~সংঙ্কল্প a. firmly resolved or determined, resolute. ~সন্ধ a. firm in one's promise or vow; firmly resolved. ~স্বরে adv. in a firm tone, in an unfaltering voice. ~হস্তে adv. with a firm hand, firmly (দৃঢ়হস্তে মোকাবিলা করা).
Samsad Bangla Abhidhan
দৃঢ় [ dṛṛha ] বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্থির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ~তা। ~কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ~চেতা বিণ. সংকল্পে অটল, স্থিরচিত্ত। ~নিশ্চয় বিণ. স্থিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ~প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ~ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ~মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ~মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ~সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত।

Processing time: 0.4 s