ধারা definitions

Bangla-Tangla Dictionary
ধারা
1. flow, stream, a section of the law
2. to owe, (ধার + ~ = to bother oneself at all about something)
Samsad Bengali-English Dictionary
ধারা1 [ dhārā1 ] v to owe (টাকা ধারা); to have any connection or concern with (কারও বা কিছুর ধার ধারা). ধারা2 [ dhārā2 ] n a stream, a flow (রক্তধারা, আলোকধারা); a current (স্রোতোধারা); a shower (বৃষ্টিধারা); a stream or shower of any liquid (জলধারা, নয়নধারা); a spring, a fountain, a waterfall, a cascade (সহস্রধারা); a system, a method, a way (কাজের ধারা); a rule or go (জগতের বা দুনিয়ার ধারা); succession, serial, order, train (চিন্তাধারা); fashion, manner (অমনধারা); (law) a clause or section (আইনের ধারা). বর্তমানের ধারা order of the day, prevailing state of things. ~কদম্ব n. a kind of tree yielding beautiful flowers of globular shape. ~কারে adv. in or like a stream, streamingly; profusely in numerous streams. ~ক্রমে adv. according to system or method, systematically or methodically; according to rule; successively, serially. ~গৃহ n. a bathroom fitted with a shower-bath. ~ঙ্কুর n. a drop of water or rain; hail. ~ধর n. the cloud. ~নি n. a stream of water from above (as from a shower bath). ~বর্ণনা n. running commentary of an event or a game. ~বর্ষ, ~বর্ষণ n. heavy and incessant rain or downpour. ~বাহিক, ~বাহী a. continuous; serial; successive. ~বাহিকতা, ~বাহিতা n. continuity; seriality; succession. ~বাহিকক্রমে, ~বাহিকভাবে adv. continuously; serially; successively. ~বিবরণী, ~ভাষ্য same as ধারাবর্ণনা । ~মতো, ~মতে adv. (law) according to a particular section or clause of an act. ~যন্ত্র n. a fountain; a syringe; a spraying apparatus; a shower-bath, a shower. ~শ্রাবণ n. the month of Shravan (July-August) when there are heavy showers or when it rains heavily. ~সম্পাত, ~সার n. heavy and incessant rain; torrential rain or downpour. plural definitive of ধা: ধা1 [ dhā1 ] n (mus.) the natural B sound; the sixth note in the Indian musical gamut. plural definitive of ধা: ধা2 [ dhā2 ] sfx meaning: ways, means etc. fold (শতধা, বহুধা).
Samsad Bangla Abhidhan
ধার2 [ dhāra2 ] বিণ. (সচ. কাব্যে) জল প্রভৃতি তরল পদার্থের পতন বা ধারা (অশ্রুধার)। [ধারা2 দ্র]। ধারা1 [ dhārā1 ] ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]। ধারা2 [ dhārā2 ] বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ~কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ~কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ~ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ~ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ~জল বি. বৃষ্টি। ~ধর বি. মেঘ। ~পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ~বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাৎক্ষণিক বিবরণ, running commentary. ~বর্ষ, ~বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ~বাহিক, ~বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ~বাহিকতা, ~বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ~বিবরণী, ~ভাষ্য ধারাবর্ণনা -র অনুরূপ। ~যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ~সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ~সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ~স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। ধারাসম্পাত, ধারাস্নান [ dhārāsampāta, dhārāsnāna ] দ্র ধারা2 plural definitive of ধা: ধা1 [ dhā1 ] বি. (সংগীতে) স্বরগ্রামে ধৈবতের সংকেত বা সংক্ষিপ্ত রূপ (সা নি ধা পা)। plural definitive of ধা: ধা2 [ dhā2 ] (ব্যাক.) প্রকারবাচক প্রত্যয়বিশেষ (বহুধা, শতধা)। [সং. ধাচ্]।

Processing time: 1.23 s