শ্রীযুক্ত definitions

Bangla-Tangla Dictionary
শ্রীযুক্ত – honorable (usually placed before someone's name)
Samsad Bengali-English Dictionary
শ্রী [ śrī ] n Goddess Lakshmi (লক্ষী); Goddess Saraswati (সরস্বতী); wealth, riches; affluence, prosperity; good luck, fortune; beauty, grace (মুখশ্রী); appearance; style, manner, attitude (কথার শ্রী); an appellation affixed to the name of a holy person dead or living or to that of a sacred thing or place (শ্রীসত্যেন্দ্র বসু, শ্রীচৈতন্য, শ্রীখোল, শ্রীক্ষেত্র); an Indian musical mode. ~করকমল n. a lotus-like auspicious hand. ~করকমলেষু to your or his lotus-like auspicious hand (a form of addressing a person politely in a letter). ~ক্ষেত্র n. Puri in Orissa. ~খণ্ড n. sandalwood. ~ঘর n. (sarcas.) a prison, a gaol, a jail. ~ঘরবাস a. imprisonment, incarceration. ~চরণ n. an auspicious foot. ~চরণেষু । to your or his auspicious feet (a form of addressing a venerable person in a letter). ~চরণকমল n. a lotus like auspicious foot. ~চরণকমলেষু same as ~চরণেষু । ~পঞ্চমী n. the fifth lunar day of the bright fortnight of the month of Magh (মাঘ) when Goddess Saraswati is worshipped. ~ফল n. the wood-apple. ~বৎস n. the clockwise circle of hair on the bosom of Vishnu (বিষ্ণু). ~বৎস লাঞ্ছন n. Vishnu (বিষ্ণু). ~বৃদ্ধি n. increase of wealth; prosperity; advancement, improvement. ~বৃদ্ধি লাভ করা v. to have one's wealth increased; to prosper, to thrive; to advance, to improve. ~বৃদ্ধিসাধন করা v. to cause to prosper or thrive; to promote prosperity or wealth; to cause to advance, to improve. ~ভ্রষ্ট a. fallen from or bereft of prosperity; deprived of beauty or grace or glamour; dilapidated; ruined. ~মণ্ডিত a. beautified; beautiful; graceful. ~মতী a. fem. of শ্রীমান ।n. a beautiful woman or girl; a young woman; Radha (রাধা). ~মৎ a. gracious or glorious usu. affixed to the name of a saintly man or to that of a sacred book (শ্রীমদ্রামানুজ, শ্রীমদ্ভাগবত). ~মন্ত a. fortunate, prosperous; wealthy, affluent. ~মান a. beautiful, graceful, fortunate, wealthy, affluent (usu. affixed to the name of a junior person). ~মুখ n. an auspicious face. ~যুক্ত, ~যুত same as শ্রীমান (usu. affixed to the name of a senior or respectable man). fem. ~যুক্তা । ~ল same as ~যুক্ত (usu. affixed to the name of an especially respectable or adorable man). ~শূন্য, ~হীন a. deprived of grace or beauty or prosperity; ugly; wretched.
Samsad Bangla Abhidhan
শ্রী [ śrī ] বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্থানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ~অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ~কণ্ঠ বি. শিব। ~কান্ত বি. বিষ্ণু। ~ক্ষেত্র বি. পুরীধাম। ~খণ্ড বি. চন্দনকাঠ। ~খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ~খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ~ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ~ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাৎ কয়েদি হয়ে জেলে থাকা। ~চরণ, ~চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ~চরণ-কমলেষু, ~চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ~ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ~ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ~নিবাস, ~পতি বি. বিষ্ণু। ~পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ~পদ, ~পদ-পঙ্কজ, ~পদ-পল্লব, ~পদ-কমল, ~পাদ, ~পাদ-পদ্ম শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ~পর্ণ বি. পদ্ম। ~ফল বি. বেল। ~বৎস বি. 1 শনির দ্বারা উৎপীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্থ দক্ষিণাবর্ত লোমরাজি। ~বৎস-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ~ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ~মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ~মৎ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্থাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমৎ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ~মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। ☐ বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ~মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ~মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ~মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ~যুক্ত, ~যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ~যুক্তা। ~ বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ~ বি. বিষ্ণু। ~হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ~হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ~হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ~হীনতা

Processing time: 0.41 s