ভোর definitions

Bangla-Tangla Dictionary
ভোর – dawn, early morning
Samsad Bengali-English Dictionary
ভোর1 [ bhōra1 ] sfx denoting: continuing all through (দিনভোর); amounting (to) or measuring (তোলাভোর) etc. ভোর2 [ bhōra2 ] a engrossed (চিন্তায় ভোর); stupefied, fuddled (নেশায় ভোর). ভোর3 [ bhōra3 ] n morning, dawn, daybreak; termination, end (নিশিভোর); (fig.) awakening, dawning (নবজীবনের ভোরে). ভোর করা v. to pass the night (esp. without sleep); to spend or pass (রাত্রি ভোর করা). ~রাত n. the early hours of dawn; the last hour or hours of the night. ভোর হওয়া v. to dawn. ভোরে adv. at dawn, at daybreak.
Samsad Bangla Abhidhan
ভর1, ভোর [ bhara1, bhōra ] বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)। [< ভরিয়া]। ভর-দুপুর বি. গনগনে দুপুর, ঠিক দুপুরবেলা। ভর-সন্ধ্যা বি. ঠিক সন্ধ্যাবেলা। ভোর1 [ bhōra1 ] বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর রাতভোর)। ভোর2 [ bhōra2 ] বিণ. তন্ময় বিভোর, অভিভূত (স্বপ্নে ভোর, নেশায় ভোর) [বিভোর. -এর খণ্ডিত রূপ]। ভোর3 [ bhōra3 ] বি. 1 উষা, প্রত্যুষ (ভোরের হাওয়া); 2 রাতের অবসান, নিশাবসান (ভোর হল); 3 শেষ, অবসান ('নিশা অবসানে': রবীন্দ্র)। [হি. ভর]। ভোরাই বি 1 ভোরবেলার গান; 2 ভোরবেলার স্তব। ☐বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।

Processing time: 0.6 s