সদর definitions

Bangla-Tangla Dictionary
সদর [noun] the adminstrative center of an area, [adjective] main
Samsad Bengali-English Dictionary
সদর [ sadara ] n the principal city or the head quarters of a district; the outer portion or apartment of a residential building (also সদর বাড়ি, সদর মহল); the outer face of anything. ☐ a. of or situated in the headquarters of a district; principal, chief (সদর কাছারি); outer (সদর দরজা). সদর-অন্দর নেই (fig.) there is no privacy in anything here. সদর কাছারি the head office; headquarters. সদর জমা revenue to be paid to the government. সদর দরজা the main gate (of a building). সদর দেওয়ানি আদালত a chief civil court. সদরআলা, সদরালা n. a sub-judge. সদর রাস্তা main road.
Samsad Bangla Abhidhan
সদর [ sadara ] বি. 1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে); 2 বাড়ির বাইরের অংশ; 3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা); 4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)। ☐ বিণ. 1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত); 2 প্রধান (সদর কাছারি); 3 বাইরের (সদর দরজা)। [আ. সদ্র্]। ~আলা, সদরালা বি. সাবজজ। সদর কাছারি প্রধান কার্যালয় বা দফতর। সদর খাজনা, সদর জমা সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব। সদর দরজা বাড়ির বাইরের দিকের প্রধান দরজা। সদর নায়েব সদর কাছারির নায়েব।

Processing time: 0.43 s