Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
সদর definitions
Bangla-Tangla Dictionary
সদর – [noun] the adminstrative center of an area, [adjective] main
Samsad Bengali-English Dictionary
সদর [ sadara ] n the principal city or the head quarters of a district; the outer portion or apartment of a residential building (also সদর বাড়ি, সদর মহল); the outer face of anything. ☐ a. of or situated in the headquarters of a district; principal, chief (সদর কাছারি); outer (সদর দরজা). সদর-অন্দর নেই (fig.) there is no privacy in anything here. সদর কাছারি the head office; headquarters. সদর জমা revenue to be paid to the government. সদর দরজা the main gate (of a building). সদর দেওয়ানি আদালত a chief civil court. সদরআলা, সদরালাn. a sub-judge. সদর রাস্তা main road.
Samsad Bangla Abhidhan
সদর [ sadara ] বি. 1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে); 2 বাড়ির বাইরের অংশ; 3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা); 4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)। ☐ বিণ. 1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত); 2 প্রধান (সদর কাছারি); 3 বাইরের (সদর দরজা)। [আ. সদ্র্]। ~আলা, সদরালা বি. সাবজজ। সদর কাছারি প্রধান কার্যালয় বা দফতর। সদর খাজনা, সদর জমা সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব। সদর দরজা বাড়ির বাইরের দিকের প্রধান দরজা। সদর নায়েব সদর কাছারির নায়েব।