Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ধৈর্য definitions
Bangla-Tangla Dictionary
ধৈর্য – patience
Samsad Bengali-English Dictionary
ধৈর্য [ dhairya ] n patience, fortitude; endurance; forbearance; composure (মনের ধৈর্য); (Vaishnava phil.) disinterestedness, in difference, apathy. ধৈর্য ধরাv. to have patience. ধৈর্য রক্ষা করাv. to forbear or endure; to contain oneself; to keep calm; to have patience. অসীম ধৈর্য end less patience, the patience of Job. ~চ্যুতa. out of patience; impatient; failing to contain oneself. ~চ্যুতিn. loss of patience; impatience. ~ধারণn. act of keeping patient, act of containing one self; forbearance. ~বান, ~শালী, ~শীলa. patient; enduring; forbearing. fem. ~বতী, ~শালিনী, ~শীলা । ~শীলতাn. patience; endurance; calmness. ~হারা same as ~চ্যুত । ~রহিত, ~হীনa. lacking patience, devoid of patience; impatient; out of patience; fretting; restless. fem. ~হীনা । ~হীনতাn. impatience; impetuosity, restlessness. ধৈর্যাবলম্বন same as ধৈর্যধারণ ।
Samsad Bangla Abhidhan
ধৈরজ [ dhairaja ] বি. ধৈর্য -র কোমল রূপ ('ধৈরজ যায় যে টুটে হায়': রবীন্দ্র)।ধৈর্য [ dhairya ] বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ~চ্যুত, ~হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ~চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ~ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ~শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ~শালিনী। ~শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ~শীলা। ~হারা, ~হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।