অদ্ভুত definitions

Bangla-Tangla Dictionary
অদ্ভুত – strange
Samsad Bengali-English Dictionary
অদ্ভুত [ adbhuta ] a strange, queer, quaint, odd; uncouth; extraordinary; astonishing. ☐ n. (rhet.) a description that strikes the reader with its extraordinary strangeness or queerness (also অদ্ভুতরস). ~কর্মা a. endowed with extraordinary capabilities; one who is capable of per forming miraculous deeds. ~দর্শন a. odd-looking.
Samsad Bangla Abhidhan
অদ্ভুত [ adbhuta ] বিণ. বিস্ময়কর; অসাধারণ; সচরাচর ঘটে না এমন; আকস্মিক। ☐ বি. কাব্যরসবিশেষ। [সং. অৎ+ √ ভূ + উত]। ~কর্মা (-র্মন্) বিণ. অসাধারণ কাজ করার ক্ষমতা আছে যার; অলৌকিক ক্ষমতাসম্পন্ন। ~দর্শন বিণ. যার আকৃতি অদ্ভুত, যার চেহারা অস্বাভাবিক (এমন অদ্ভুতদর্শন লোক আমি আগে দেখিনি)। ~রস বি. কাব্যরসবিশেষ।

Processing time: 0.44 s