Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
দশটায় definitions
Bangla-Tangla Dictionary
locative of definitive of দশ:দশ – 10, ten
Samsad Bengali-English Dictionary
locative of definitive of দশ:দশ [ daśa ] n ten; (fig.) the people, the public (দেশ ও দশ, দশের কাজ); (fig.) several persons united into a body (দশে মিলি করি কাজ). ☐ a. ten; many, several (দশ কথা শোনান, এক কথা দশবার শোনানো). দশইn. the tenth day of a month. ☐ a. (of the days of a month) tenth. দশকn. (arith.) the place of tens; a decade. ~কথাn. many words; much talking; many rude words, much scolding. ~কর্মn. the ten Hindu sacraments. ~কর্মান্বিতa. one who takes or has taken the ten Hindu sacraments. ~কাহনn. ten kahans (কাহন); many words; much talking; exaggeration; many rude words, much scolding. ~কিয়াn. a table of numeration by multiple of ten. ~কোষী , (dial.) ~কুশিn. a measure of kirtan (কীর্তন) songs. ~গুনa. & adv. ten times. ~চক্রn. a plot or intrigue or bad counsel by ten or many persons. দশচক্রে ভগবান ভূত (fig.) even a very intelligent man may be discomfited or cornered or pushed to the wall or endangered by the intrigue or bad counsel of the many. ~তলকn. a decahedron. ~দশা see ~দশা । ~দিক see দিক । ~নামীn. ten religious communities obeying the doctrines of Shankaracharya. ~পঁচিশn. an indoor game like dice played with cowries (কড়ি). ~প্রহরণধারিণীa. fem. (also used as n.) holding ten weapons esp. in ten hands (an epithet of Goddess Durga). ~বল see বল। ~বিধa. of ten kinds or varieties. ~বিধ সংস্কার the ten Hindu sacraments. ~ভুজ (বা দশকোণী) ক্ষেত্রn. a decagon. ~ভুজাa. fem. (also used as n.) ten-handed (an epithet of Goddess Durga). দশমa. tenth. ~মহাবিদ্যা see মহাবিদ্যা । দশমাংশ, দশাংশn. a tenth; the tenth part. ~মাবতারn. (kalki) (কল্কি) the tenth and last incarnation of Vishnu (বিষ্ণু). ~মিকa. (arith.) decimal (দশমিক ভগ্নাংশ). ☐ n. (arith.) decimal fraction. দশমিক পদ্ধতি decimal system. দশমিক-মুদ্রা প্রথা decimal system of coinage. দশমিক মুদ্রা প্রথা চালু করা বা হওয়া to go decimal. দশমীn. the tenth day of a lunar fort night. ~মূল see মূল । ~রথn. one whose chariot can fly in all ten directions; Ramachandra's father (in the Ramayana). ~শতn. & a. thousand. ~সহস্রn. & a. ten thousand, myriad. ~সালাa. decennial. দশসালা বন্দোবস্ত (hist.) the decennial settlement (of land). ~স্কন্ধa. ten-necked. ~হারাn. the tenth day of the lunar fortnight of the month of Jaistha (জ্যৈষ্ঠ); the date of the descent of the Ganges upon earth; on this date a bath in the Ganges relieves one of ten kinds of sin. ~হাতn. ten cubits. ☐ a. measuring ten cubits; (fig.) very much expanded or puffed up (বুক ফুলে দশ হাত). ~হাতিa. measuring ten cubits; (of cloth) having the standard length (=1 cubits).
Samsad Bangla Abhidhan
locative of definitive of দশ:দশ [ daśa ] (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। ☐ বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। ~ক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। ~কর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। ~কর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। ~কোশি বি. দশ ক্রোশের পথ। ~কোষী বি. কীর্তনগানের তালবিশেষ। ~গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)। ~চক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাৎ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল। দশ দশা দ্র দশা। ~দিক দ্র দিক। ~নামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ~পঁচিশ বি. কড়ি খেলাবিশেষ। ~বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব। ~ভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী। ~ম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক। ~মহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)। ~মাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার। ~মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. ☐বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী। ~মী বি. তিথিবিশেষ। ~মী-দশা বি. 1 শেষ অবস্থা; 2 বার্ধক্য; 3 মৃত্যু। ~মীস্থ বিণ. বৃদ্ধ। ~মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়। ~রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা। ~সালা বিণ. দশ বৎসর স্থায়ী; দশ বৎসরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)। ~হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী।locative of definitive of দশ:দশকর্ম, দশকোশি, দশকোষী, দশচক্র [ daśakarma, daśakōśi, daśakōṣī, daśacakra ] দ্র দশ।locative of definitive of দশ:দশনামী, দশম, দশমিক, দশমী, দশমূল, দশরথ, দশসালা, দশহরা [ daśanāmī, daśama, daśamika, daśamī, daśamūla, daśaratha, daśasālā, daśaharā ] দ্র দশ।