দণ্ড definitions

Bangla-Tangla Dictionary
দণ্ড
1. a period of time
2. punishment
Samsad Bengali-English Dictionary
দণ্ড1 [ daṇḍa1 ] n a measure of time (=24 minutes). দণ্ডে দণ্ডে at every moment; every now and then, frequently, often; repeatedly, একদণ্ডে adv. in a short time; in a trice, in a moment, in a jiffy. দণ্ড2 [ daṇḍa2 ] n a rod, a mace, a club, a staff, a stick, a pole, a sceptre; a pestle; a mallet; a churning stick; a maulstick; a ramrod; a rudder; anything resembling a rod; a measure of length (=4 cubits); punishment, penalty; a sentence (প্রাণদণ্ড); a fine (অর্থদণ্ড); a loss (ব্যবসায়ে টাকা দণ্ড); government or statemanship, any form or policy of government (সামদানভেদদণ্ড); a war or battle; an army or column (দণ্ডনায়ক). ~কর্তা n. one who is empowered to punish; a punisher; a governor or ruler; a judge. fem. ~কর্ত্রী ।~কাক n. the god of death or Yama (যম) in the guise of a crow; jackdaw, a raven. ~গ্রহণ n. acceptance of or submission to punishment; act of taking to asceticism. দণ্ডগ্রহণ করা v. to accept punishment, to submit to punishment, to kiss the rod; to take to asceticism, to renounce the world. ~চুম্বক n. a bar magnet. ~দাতা n. an inflicter of punishment, a scourger. fem. ~দাত্রী । ~দান n. infliction of punishment; an award of a sentence of punishment. দণ্ডদান করা, দণ্ড দেওয়া v. to punish; to sentence to punishment, to award a sentence of punishment. ~ধর n. a king; a ruler or governor; a name of Yama (যম) the god of death and punisher of sinners. ☐ a. sceptred; armed with or bearing a staff. ~ধারী a. armed with or bearing a staff; sceptred. ☐ n. king; an ascetic. ~ n. act of punishing or infliction of punishment, punishment. ~নায়ক n. a commander in-chief; an army commander; one em powered to punish, a punisher, a scourger. ~নীতি n. principles of government; political economy, politics; principles regulating punishment, penal system. ~নীয় a. punishable. fem. ~নীয়া । ~পাণি same as দন্ডধর । ~প্রদান same as দন্ডদান । ~পাল, ~পালক n. a gatekeeper, a porter (fem. porteress, portress), a janitor (fem. janitrix, janitress). ~বিধাতা same as ~দাতা fem. ~বিধাত্রী । ~বিধান n. award or determination of punishment; the penal code. ~বিধি n. the penal code; the criminal or penal procedure; a criminal or penal law. ~মুণ্ড n. all sorts of punishments ranging from the most lenient ones to capital punishment. দণ্ডমুণ্ডের কর্তা one who has the absolute power of punishing; a king; an absolute ruler or master; a judge. ~যোগ্য a. punishable. ~স্বরুপ adv. by way of punishment, as a penalty.
Samsad Bangla Abhidhan
দণ্ড1 [ daṇḍa1 ] বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্থনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ~গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ~ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। ☐ বিণ. যষ্টিধারী। ~ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। ☐ বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ~ বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ~নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ~নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ~নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ~পাণি বিণ. দণ্ডধারী। ☐ বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ~পাল, ~পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ~বৎ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবৎ করা)। ☐ বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবৎ হওয়া)। খুরে খুরে দণ্ডবৎ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ~বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। ☐ বি. 1 রাজা; 2 বিচারক। ~বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ~বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ~মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাৎ রাজা শাসক বা বিচারপতি। ~যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। দণ্ড2 [ daṇḍa2 ] বি. সময়ের পরিমাপবিশেষ (=6 পল = এক প্রহরের সাড়ে সাত ভাগের এক ভাগ=24 মিনিট)। [সং. √ দণ্ড্ + অ]। দণ্ডে দণ্ডে ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, ক্ষণে ক্ষণে; বারংবার। দণ্ডাজ্ঞা, দণ্ডাদেশ [ daṇḍājñā, daṇḍādēśa ] দ্র দণ্ড1 রাজ4 [ rāja4 ] বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ~কন্যা বি. রাজার মেয়ে। ~কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ~কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ~কর্ম (-র্মন্), ~কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ~কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্থ সরকারি চাকুরে। ~কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ~কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ~কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ~কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ~চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ~চ্ছত্র, (চলিত) ~ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ~টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ~তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ~তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্থা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ~তরু বি. সোঁদালগাছ। ~তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ~দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ~দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ~দম্পতি, ~দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ~দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ~দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাৎকার। ~দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদান প্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ~দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ~দ্রোহ, ~দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ~ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ~ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্থল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ~নটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী। ~নন্দন বি. রাজপুত্র। ~নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ~নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ~পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ~পাট বি. রাজাসন, সিংহাসন। ~পুত্র বি. রাজার ছেলে। ~পুত্রী বি. রাজার মেয়ে। ~পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ~পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্থ) সরকারি কর্মচারী। ~প্রাসাদ বি. রাজার বাসভবন। ~বংশ বি. রাজার বংশ, রাজা যে বংশে জন্মেছেন। ~বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ~বংশীয়া। ~বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ~বাড়ি, ~বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ~বালা বি. রাজকন্যা। ~বিধি বি. রাজার বা সরকারের আইন। ~বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ~বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ~বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ~ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ~ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ~ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ~ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ~ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ~ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ~ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ~ভোগ্যা। ~মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ~মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ~রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ~রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তৎসদৃশ মান্য ব্যক্তি। ~রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ~রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ~রানি, (বর্জি.) ~রানী, (বর্জি.) ~রাণী বি. রাজমহিষী পাটরানি। ~লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ~শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ~শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ~শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ~শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ~সদন বি. রাজপ্রাসাদ। ~সভা বি. রাজার দরবার। ~সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ~সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ~সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ~সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ~সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ~হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি।

Processing time: 1.25 s