শাসনও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of শাসন: শাসন – rule (eg, by a king) (+ করা = to rule, to manage children)
Samsad Bengali-English Dictionary
conjunctive of শাসন: শাসন [ śāsana ] n subdual; rule; management (জমিদারি শাসন); government or administration (of a state); reign; control or repression (ইন্দ্রিয়শাসন); direction, dictation, enjoinment (শাস্ত্রের শাসন); an edict, a commandment (তাম্রশাসন), disciplining, chastisement, punishment (ছেলেকে শাসন); jurisdiction (শাসনাধীন). শাসন করা v. to subdue; to rule, to govern, to manage; to administer; to reign; to control or repress; to command; to discipline, to chastise, to chasten, to punish. শাসনে আনা v. to subdue; to subjugate; to bring under control; to bring into submission. কর্তা same as শাসক । fem. ~কর্ত্রী । ~কৃত্যক n. administrative service. ~তন্ত্র n. a form of government; constitution (of a state) ~তান্ত্রিক a. relating to the form of government; constitutional. ~প্রণালী n. a system of government. ~যন্ত্র n. government machinery. শাসনাধীন a. under rule (of); governed (by); under jurisdiction (of); politically dependent (on another state), under domination (of). শাসনিক a. administrative; governmental; jurisdictional. শাসনীয় same as শাস্য ।
Samsad Bangla Abhidhan
conjunctive of শাসন: শাসন [ śāsana ] বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্থার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ~কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ~তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ~বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা conjunctive of শাসন: শাসিতা1 [ śāsitā1 ] দ্র শাসন

Processing time: 1.23 s