Bangla-Tangla Dictionary
locative of মান:
মান –
1. honor
2. standard (level of quality)
imperfective participle and 2nd person ordinary past habitual tense of মানা:
মানা
– to honor, to obey, to acknowledge
Samsad Bengali-English Dictionary
locative of মানত:
মানত [ mānata ] n a promise to offer a particular sacrifice to a deity on fulfilment of a prayer, a vow.
locative of মান:
মান1 [ māna1 ] n a unit or instrument of measure or weight, a measure; measuring or weighing; a unit of Indian musical measure; (math.) value; (alg.) degree; a standard. ~নির্ধারণ n. standardization.
locative of মান:
মান2 [ māna2 ] n honour, respect; cordial reception; fame; dignity; pride; (dero.) vanity. মান দেওয়া v. to treat with honour or deference. মান রাখা v. to do honour to, to respect, to heed; to do the honours (to); to save one's face.
locative of মান:
মান3 [ māna3 ] n huff caused by undesirable behaviour of a beloved person; tiff, sulks, pique. মান করা v. to be in a huff, to huff, to sulk. মান ভরে adv. in a fit of pique or resentment. মান ভাঙানো v. to win over or placate a beloved who is in a huff.
locative of মান:
মান4, মানকচু [ māna4, mānakacu ] n the arum.
imperfective participle and 2nd person ordinary past habitual tense of মানা:
মানা1 [ mānā1 ] n prohibition, forbidding. মানা করা v. to prohibit, to forbid.
Samsad Bangla Abhidhan
locative of মানত:
মানত [ mānata ] বি. কোনো বিষয়ে অভিষ্ট লাভের জন্য দেবতাকে কিছু দেবার মানসিক অঙ্গীকার, মানসিক (জোড়াপাঁঠা মানত করেছে)। [সং. মনস্থ]।
locative of মান:
-মান1 [ -māna1 ] (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্থানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)।
locative of মান:
-মান2 [ -māna2 ] বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উৎকর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ~চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ~দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ~মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory.
locative of মান:
মান3 [ māna3 ] বি. 1 সম্মান, পূজা, সমাদর (মানীর মান); 2 মর্যাদা, গৌরব (মানে আঘাত লাগা)। [সং √ মান্ + অ]। ~দ বিণ. সম্মানদায়ক। স্ত্রী. মানদা। ~ন ~না বি. সম্মান বা পূজা বা সমাদর করা। ~নীয় বিণ পূজনীয় বা সমাদরণীয়, সম্মানের যোগ্য। স্ত্রী. ~নিয়া। ~নীয়েষু বি. (7মী বিভক্তি) (চিঠিপত্রাদিতে সম্বোধনবিশেষ) শ্রদ্বেয় বা সম্মানযোগ্য ব্যক্তির প্রতি। স্ত্রী. ~নীয়াসু। ~পত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র। ~হানি, বি. সম্মাননাশ, মর্যাদানাশ। ~হীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন।
locative of মান:
মান4 [ māna4 ] বি. 1 প্রণয়ভঙ্গ ঈর্ষা প্রভৃতি কারণে প্রিয়তমের প্রতি অব্যক্ত ও অতীব্র ক্রোধ অভিমান (মানভঞ্জন, মান করেছে); 2 গর্ব, দম্ভ হামবড়া ভাব (অতিমান পতনের কারণ)। ~কলি বি স্ত্রীপুরুষের অভিমানজনিত কলহ। ~ভঞ্জন বি অভিমান দূর করা। মানে মানে ক্রি-বিণ. সম্মান অক্ষুন্ন থাকতে-থাকতে বা হারাবার আগে (মানে মানে বিদায় হও) [সং √ মান্ + অ]।
locative of মান:
মানচিত্র [ mānacitra ] দ্র মান2।
locative of মান:
মানদ, মানদা [ mānada, mānadā ] দ্র. মান3।
locative of মান:
মানদণ্ড [ mānadaṇḍa ] বি. দ্র মান2।
locative of মান:
মাননীয় মাননীয়েষু [ mānanīẏa mānanīẏēṣu ] দ্র মান3।
locative of মান:
মানভঞ্জন [ mānabhañjana ] দ্র. মান4।
locative of মান:
মানমন্দির [ mānamandira ] দ্র. মান2।
imperfective participle and 2nd person ordinary past habitual tense of মানা:
মানা2 [ mānā2 ] ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। ☐ বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]।
imperfective participle and 2nd person ordinary past habitual tense of মানা:
মানানো1 [ mānānō1 ] ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। ☐ বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]।