কালে definitions

Bangla-Tangla Dictionary
locative of কাল: কাল – today, yesterday, era, time, ruin
Samsad Bengali-English Dictionary
কালে, কালে কালে [ kālē, kālē kālē ] adv in course of time, with the passage of time. কালে ধরা v. to approach one's death, to be in the jaws of death. locative of কাল: কাল1 [ kāla1 ] n. & adv next day; tomorrow; last day; yesterday. locative of কাল: কাল2 [ kāla2 ] a (dial.) very cold. ☐ n. too much coldness. locative of কাল: কাল3 [ kāla3 ] n time, period (নিশাকাল, শাসনকাল); season (বর্ষাকাল); proper time; time, age (একাল); leisure (কালাভাব); any of the stages of human life (শৈশবকাল, যৌবনকাল, পৌঢ়কাল, বৃদ্ধকাল); lifetime, span of life, time of existence (কাল পূর্ণ হওয়া); Yama (যম) the god of death; death (কালের কবল); ruination, ruin, the cause of ruin (মোকদ্দমাই তার কাল হল); (gr.) the tense (অতীত কাল = the past tense, বর্তমান কাল = the present tense, ভবিষ্যৎ কাল = the future tense). কাল কাটানো v. to pass time. কাল হওয়া n. to meet with one's death, to die; to be the ruin of.
Samsad Bangla Abhidhan
কাল2 [ kāla2 ] বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্থা অর্থাৎ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ~কর্ণী বি. অলক্ষ্মী। ~কূট বি. মারাত্মক বিষবিশেষ। ~ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ~ক্ষেপ, ~ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ~গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ~ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ~ঘুম, ~নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ~চক্র বি. চক্রবৎ অবিরাম ভ্রমণশীল সময়। ~জ্ঞ বিণ. কালবিৎ, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। ☐ বি. দৈরজ্ঞ। ~জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ~ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ~পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ~বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ~বৈশাখী (কথ্য.) ~বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ~ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ~ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ~যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ~রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ~শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ~স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ~হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিৎ, কখনোসখনো। কালে, কালে কালে, কালেভদ্রে [ kālē, kālē kālē, kālēbhadrē ] দ্র কাল2 locative of কাল: কাল1 [ kāla1 ] বিণ. (আঞ্চ.) অত্যন্ত ঠাণ্ডা, হিমশীতল (হাত-পা কাল হয়ে গেছে)। ☐ বি. শৈত্য। [দেশি]। locative of কাল: কাল2 [ kāla2 ] বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্থা অর্থাৎ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ~কর্ণী বি. অলক্ষ্মী। ~কূট বি. মারাত্মক বিষবিশেষ। ~ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ~ক্ষেপ, ~ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ~গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ~ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ~ঘুম, ~নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ~চক্র বি. চক্রবৎ অবিরাম ভ্রমণশীল সময়। ~জ্ঞ বিণ. কালবিৎ, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। ☐ বি. দৈরজ্ঞ। ~জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ~ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ~পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ~বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ~বৈশাখী (কথ্য.) ~বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ~ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ~ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ~যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ~রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ~শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ~স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ~হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিৎ, কখনোসখনো। locative of কাল: কাল3, কালো [ kāla3, kālō ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। ☐ বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের। [সং. কৃ + √ অল্ + অ]। কালো-কিষ্টি, কাল-কিষ্টি বিণ. অত্যন্ত কালো, মলিন ও কুৎসিত। কাল-গঙ্গা বি. কালিন্দী, যমুনা। কাল-চিটা, কাল-চিটে বি. বিণ. কালো দাগ; কালচে। কালচে বিণ. কৃষ্ণাভ তবে গাঢ় কালো নয় এমন। কাল-শশী বি. কৃষ্ণপক্ষের চাঁদ। কাল-শিরা, কাল-শিটা, কাল-শিটে বি. আঘাতের ফলে রক্ত জমে উৎপন্ন কালো দাগ। কাল-নাগ, কাল-সর্প, কাল-সাপ বি. কৃষ্ণসর্প, কেউটে সাপ। locative of কাল: কাল4 [ kāla4 ] বি. ক্রি-বিণ, 1 আগামীকাল, পরদিন; 2 গতকাল, পূর্বদিন। [সং. কল্য]। ~কে বি. ক্রি-বিণ. (কথ্য) কাল (আজ নয়, কালকে যাব)। কালি বি. ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) কাল। ~কার, ~কের, কালি-কার বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের। locative of কাল: কালবেলা [ kālabēlā ] দ্র কাল2 locative of কাল: কালে, কালে কালে, কালেভদ্রে [ kālē, kālē kālē, kālēbhadrē ] দ্র কাল2 locative of কাল: কালেভদ্রে [ kālēbhadrē ] দ্র কাল2 locative of কাল: কালোবাজার [ kālōbājāra ] দ্র কাল3

Processing time: 0.41 s