Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
টের definitions
Bangla-Tangla Dictionary
টের – feeling, perception (+ পাওয়া = to feel, to perceive)
Samsad Bengali-English Dictionary
টের1 [ ṭēra1 ] n feeling, sensation; awareness; intimation. টের পাওয়াv. to feel (ব্যথা টের পাওয়া, মনে টের পাওয়া); to sense; to be aware of (বিপদ টের পাওয়া).টের2 [ ṭēra2 ] n a bend; a side, an extremity; a corner; a position removed from company (একটেরে পড়ে থাকা).genitive of ট:ট [ ṭ ] n the eleventh consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
টের1 [ ṭēra1 ] বি. 1 অনুভূতি, বোধ (ব্যথা টের পাওয়া); 2 জ্ঞান, সংবাদ (বিপদ টের পাওয়া); 3 সন্ধান, হদিশ (সে কোথায় গেল কেউ টের পেল না)। [হি. টের=আহ্বান, আওয়াজ]।টের2 [ ṭēra2 ] বি. 1 বাঁক; 2 প্রান্ত, কোণ, অন্যের কাছ থেকে দূরে একান্ত স্থান (একটেরে পড়ে আছি)। [সং. তির্যক্]।genitive of টে:-টিয়া2, -টে [ -ṭiẏā2, -ṭē ] বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে।genitive of ট:ট [ ṭ ] বাংলা বর্ণমালার একাদশ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ট্-ধ্বনির দ্যোতক।