সমাজে definitions

Bangla-Tangla Dictionary
locative of সমাজ: সমাজ – society
Samsad Bengali-English Dictionary
locative of সমাজ: সমাজ [ samāja ] n human society, society; any one of the divisions of biological history (পক্ষিসমাজ, পশুসমাজ); a community; a nation or race; a collective body of people having something in common, a class, a community (কবিসমাজ, বনিক সমাজ, শিক্ষিতসমাজ, নাগরিকসমাজ); an association; a gathering esp. a social one (সমাজে বসে খাওয়া). সমাজে ঠেলা v. to allot a lowly place in the society (to somebody). সমাজ উন্নয়ন n. social development, social upliftment. ~কল্যাণ n. social welfare. ~চ্যুত করা v. to cast (one) out of society, to ostracize, to boycott socially. ~চ্যুত ব্যক্তি an outcast. ~চ্যুতি n. expulsion from society, social boycott; social ostracism. ~তত্ত্ব n. sociology. ~তন্ত্র n. socialism. ~তন্ত্রী a. socialistic, socialist. ☐ n. a socialist. ~তাত্ত্বিক a. sociological. ~তান্ত্রিক a. same as সমাজতন্ত্রী (a.) ~নীতি n. social laws or principles; sociology; (rare) social ethics. ~পতি n. the headman of a community. ~বদ্ধ a. (of human beings) living in societies, social; (of inferior creatures) gregarious. ~বন্ধন n. obligations of social life; bonds of society; mutual social relation, social ties. ~বহির্ভূত a. outside the society, (cp.) extra-social; unsocial; socially outcast, ostracized. ~বিজ্ঞান, ~বিদ্যা n. sociology. ~বিজ্ঞানী n. a sociologist. ~বিধি n. social law or rule. ~বিরুদ্ধ, ~বিরোধী a. antisocial. ~শাসন n. social laws and rules; the rule or authority of the society; administration of the society. ~শিক্ষা n. social studies. ~সংস্কার n. social reform. ~সংস্কার করা v. to reform the society. ~সংস্কারক n. a social reformer. ~হিতৈষণা n. act of doing good to the society. ~হিতৈষী a. endeavouring to do good to the society. ☐ n. a social welfare worker.
Samsad Bangla Abhidhan
locative of সমাজ: সমাজ [ samāja ] বি. 1 পরস্পরের সহযোগিতায় অবস্থানকারী মানুষের সংঘ (সমাজে মিলেমিশে বাস করতে হয়); 2 একজাতীয় প্রাণীর দল বা যুথ (পশুসমাজ, পক্ষীসমাজ); 3 জাতি, সম্প্রদায় (ক্ষত্রিয়সমাজ, শিখসমাজ); 4 সংঘ, সভা; 5 কালক্রমাগত ব্যবস্থা (সমাজবিরুদ্ধ আচরণ); 6 (বাং.) বৈষ্ণবদের সমাধিস্থান। [সং. সম্ + √ অজ্ + অ]। ~চ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা। ~তত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, soci ology. ~তাত্ত্বিক বিণ. 1 সমাজবিজ্ঞানে পণ্ডিত; 2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological. ~তন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উৎপাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্থা, socialism. ~তন্ত্রী (-ন্ত্রিন্) বিণ. 1 সমাজতন্ত্রের মতবাদ বিশ্বাস ও সমর্থন করে এমন, socialist; 2 সমাজতন্ত্রের নীতি অনুসারী, socialistic. ~পতি বি. 1 গ্রাম বা সম্প্রদায়ের সামাজিক বিধিনিয়মের প্রধান সংরক্ষক, সমাজের নেতা; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। ~বদ্ধ বিণ. একত্রে সমাজে বাসকারী। ~বন্ধু বি. সমাজের উপকার করে এমন ব্যক্তি। ~বিজ্ঞান, ~বিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক -এর অনুরূপ। ~বিদ্যা বি. সমাজতত্ত্ব -র অনুরূপ। ~বিধি বি. সমাজের আইনকানুন। ~বিরোধী (-ধিন্) বিণ. 1 সমাজজীবনের পক্ষে বিপজ্জনক; 2 আইনশৃঙ্খলাভঙ্গকারী; 3 দুষ্কৃতকারী। ~ব্যবস্থা বি. সমাজের গঠন বা নিয়ম। ~শাসন বি. সমাজের বিধিনিয়ম। ~সংস্কার বি. সমাজের দোষত্রুটি দূরীকরণ। ~সংস্কারক বিণ. সমাজসংস্কারকারী। ~সেবা বি. জনগণের কল্যাণসাধন। ~হিতৈষী (-ষিন্) বিণ. সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী।

Processing time: 0.43 s