মতে definitions

Bangla-Tangla Dictionary
locative of মত: মত
1. opinion, means, consent
2. [variant of মতো]; similar to, for ( [postposition], with genitive), according to ( [postposition], without genitive)
Samsad Bengali-English Dictionary
locative of মত: মত2 [ mata2 ] n an opinion, a view; consent; a theory; a doctrine, an ism; a tenet; a creed, a religion; a method, a principle; a mode or means. মত করা v. to agree (to); to intend. মতো করানো v. to persuade. মত দেওয়া v. to consent to, to agree to; to give one's consent; to acquiesce; to pass one's opinion, to opine. মত নেওয়া v. to take or invite one's consent or opinion. মত পাওয়া v. to obtain one's consent or approval. নানা মুনির নানা মত (fig.) many minds many views; no two wise men agree. যত মত তত পথ as many tenets, as many ways to salvation. ~দান n. giving one's opinion or consent; expressing one's views; casting one's vote. ~দ্বৈধ same as ~বিরোধ । ~পরিবর্তন n. change of opinion. ~পার্থক্য n. difference of opinion or views. ~বাদ n. a theory; a doctrine; a tenet. ~বাদী a. adhering to a particular theory or doctrine or tenet. ~বিরোধ, ~ভেদ, মতানৈক্য n. difference of opinion; disagreement; dissension. মতান্তর n. difference of opinion, dissension; a different or contrary opinion or view or doctrine or theory. মতান্তরে adv. in or according to another view. মতাবলম্বন করা v. to accept or adhere to or profess an opinion or view or doctrine or theory or tenet or religion. মতাবলম্বী a. & n. one who accepts or adheres to or follows or professes a particular opinion or view or doctrine or theory or religion. fem. মতাবলম্বিনী । মতামত n. views for and against. locative of ম: [ m ] n the twenty-fifth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
locative of মত: মত2 [ mata2 ] বি. 1 মনোগত ভাব, অভিমত, ধারণা (এ সম্বন্ধে তোমার মত কী ?); 2 সম্মতি, সমর্থন (এ-কাজে তার মত নেই); 3 প্রণালী, ধারা (কবিরাজি মতে চিকিৎসা); 4 বিধি, বিধান (হিন্দুমতে, শাস্ত্রমতে বিবাহ)। [সং. √ মন্ + ত]। মত দেওয়া ক্রি. বি. সম্মতি দেওয়া। ~দ্বৈধ বি. মতের পার্থক্য বা বিরোধ। ~বাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত, theory. ~বিনিময় বি. 1 মতের আদান-প্রদান; 2 পারস্পরিক আলোচনা। ~বিরোধ ~ভেদ বি মতের অমিল, মতানৈক্য। মতান্তর বি. মতের অমিল; ভিন্ন মতে বা উপায় মতাব-লম্বন বি. মত গ্রহণ করা বা মেনে নেওয়া। মতাব-লম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসী ও শ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)। মতামত বি. 1 সম্মতি ও অসম্মতি; 2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব। locative of মত: মতো, [ matō, ] (অসং.) মত বিণ. 1 সদৃশ, ন্যায়, তুল্য (ফুলের মতো মেয়ে);। 2 অনুযায়ী, অনুরূপ (কথামতো কাজ, মনের মতো কথা, দস্তুর মতো মজুরি); 3 যোগ্য, উপযুক্ত (রাজার মতো আচরণ, ছেলের মতো ছেলে)। ☐ অব্য. জন্য, সীমা (জন্মের ম়তো, চিরকালের মতো)। [মত2 দ্র]। locative of মৎ: মৎ- [ mat- ] সর্ব. (সমাসে পূর্বপদরূপে) আমি (মৎপ্রণীত, মৎ কর্তৃক)। [সং অস্মদ্ শব্দের রূপ]। locative of ম: [ m ] বাংলা ভাষার পঞ্চবিংশ ব্যঞ্জনবর্ণ এবং নাসিকা ওষ্ঠ্য ম্ ধ্বনির বর্ণরূপ। locative of ম: ম-ফলা [ ma-phalā ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে -যোগ।

Processing time: 1.23 s