Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
শক্তই definitions
Bangla-Tangla Dictionary
emphatic of শক্ত:শক্ত – difficult, hard, tenacious
Samsad Bengali-English Dictionary
emphatic of শক্ত:শক্ত1 [ śakta1 ] a capable, able, fit for work (শক্তসমর্থ = hardy); strong, powerful; efficient; hard to win over or deceive (শক্ত ব্যবসায়ী).emphatic of শক্ত:শক্ত2 [ śakta2 ] a hard, not soft; strong; stiff, obdurate; durable, tight; firm, steady; stub born; severe, rigorous; strict; rigid; strenuous; niggardly, stingy (খরচের বেলায় সে শক্ত); harsh (শক্ত কথা) excruciating (শক্ত ব্যথা); difficult. শক্ত ঘানি (fig.) a very hard taskmaster; (fig.) a hard nut to crack; a very obdurate man. শক্ত পাল্লায় পড়া to have to deal with a person who is more than one's match, to catch a tartar. শক্তের ভক্ত নরমের যম (fig.) one who flatters a strong opponent but tyrannizes over a weak one, a jackal in Brobdingang playing the lion in Lilliput.
Samsad Bangla Abhidhan
emphatic of শক্ত:শক্ত1 [ śakta1 ] বিণ. 1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে); 2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ); 3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)। [সং. √ শক্ + ত]।emphatic of শক্ত:শক্ত2 [ śakta2 ] বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য ('জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত': দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); 8 কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)। [ফা. স্খ্ৎ]। শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়। ~পোক্ত বিণ. মজবুত ও টেকসই। শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি।