ক্রমে definitions

Bangla-Tangla Dictionary
ক্রমে – gradually
Samsad Bengali-English Dictionary
locative of ক্রম: ক্রম [ krama ] n one of a series, a grade, order, sequence; procedure, a method, a form; a rule, a law, a directive; a syllabus (পাঠক্রম); succession (পর্যায়ক্রমে); a step or pace; course (কালক্রমে); a dilution (esp. of a Homoeopathic medicine). ক্রমণ n. act of pacing; act of walking, ambulation; act of going. ~নিম্ন a. sloping downwards; declining or decreasing gradually; gradually lower or inferior. ~নিম্নতা n. downward slope, declivity; gradual decline or decrease or descent; gradual lowness or inferiority. ~পরিবর্তন n. gradual change. ~পর্যায় n. grade or gradation. ~বর্ধন n. gradual increase or development. ~বর্ধমান a. increasing or developing gradually. ~বর্ধিত a. increased or developed gradually. ~বিকাশ n. gradual development, evolution. ~বৃদ্ধি same as ক্রমবর্ধন । ~ভঙ্গ n. break of continuity or serial order; disorder, confusion, jumble. ~মাণ a. pacing or ambulating in a leisurely manner. ~ adv. gradually; seriatim. ~সূক্ষ্ণ a. getting gradually thinner or subtler; tapering. ~হ্রাসমান a. gradually decreasing or declining or waning; on the wave. ক্রমে ক্রমে same as ক্রমশ ।
Samsad Bangla Abhidhan
ক্রম [ krama ] বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ~ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ~নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ~পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ~বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ~বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ~ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ~মাণ বিণ. ইতস্তত গমনশীল। ~, (বর্জি.) ~শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ~হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ☐ ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোৎ-কর্ষ বি. ক্রমশ উৎকর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উৎকর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উৎকর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। locative of ক্রম: ক্রম [ krama ] বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ~ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ~নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ~পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ~বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ~বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ~ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ~মাণ বিণ. ইতস্তত গমনশীল। ~, (বর্জি.) ~শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ~হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ☐ ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোৎ-কর্ষ বি. ক্রমশ উৎকর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উৎকর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উৎকর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা।

Processing time: 0.36 s