মৃত্যুর definitions

Bangla-Tangla Dictionary
genitive of মৃত্যু: মৃত্যু – death
Samsad Bengali-English Dictionary
genitive of মৃত্যু: মৃত্যু [ mṛtyu ] n death, decease, demise; loss of life; Yama (যম) the Hindu god of death. ~কামনা n. desire of death; death wish. মৃত্যুকামনা করা v. to desire to die; to desire another's death. ~কামী a. desirous of dying; desirous of another's death. ~কাল n. the time of death; the dying moment. ~কালীন a. pertaining to the time of death or to the dying moments. মৃত্যুকালীন এজহার a dying statement or declaration. মৃত্যুকালে হরিনাম deathbed repentance. ~গ্রাস n. the jaws of death. মৃত্যুগ্রাসে পতি হওয়া v. to fall into the jaws of death; to die; to be killed. ~চিহ্ন n. same as ~লক্ষণ । মৃত্যুঞ্জয় a. one who has conquered death; deathless, immortal. ☐ n. Shiva (শিব). মৃত্যুঞ্জয়ী a. loos. var. of মৃত্যুঞ্জয় (a.). ~তুল্য a. death-like, deathly. ~দণ্ড n. death sentence, capital punishment. মৃত্যুদণ়্ড দেওয়া v. to sentence to death, to award capital punishment (to). মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া v. to be sentenced to death. ~ভয় n. the fear of death. ~মুখ same as ~গ্রাস । ~যন্ত্রণা n. death-agony, death throe. ~লক্ষণ n. a sign of death or being dead. ~শয্যা n. deathbed. ~শোক, ~জনিত শোক n. sorrow caused by (some one's) death, grief caused by death. ~হীন a. deathless, immortal; everlasting.
Samsad Bangla Abhidhan
genitive of মৃত্যু: মৃত্যু [ mṛtyu ] বি. 1 মরণ, প্রাণত্যাগ; 2 মরণের অধিদেবতা যম। [সং. √মৃ + ত্যু]। ~ঞ্জয় বি. শিব। ☐বিণ. মরণকে জয় করেছে এমন (মৃত্যুঞ্জয় প্রতিভা)। ~ঞ্জয়ী বিণ. 1 মরণকে জয় করেছে এমন; 2 মৃত্যুহীন। ~দণ্ড বি. অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান। ~. বিণ বি. 1 (রামা.) ব্রহ্মা কর্তৃক রাবণকে প্রদত্ত বাণবিশেষ, একমাত্র যে-বাণে রাবণের মৃত্যু সম্ভব ছিল; (আল.) নিহত বা পরাজিত করার মোক্ষম অস্ত্র। ~যোগ বি. (জ্যোতিষ.) নক্ষত্রাদির যে-যোগে জাতকের মৃত্যুর সম্ভাবনা থাকে। ~লোক বি. যমপুরী। ~শয্যা বি. যে-শয্যায় শয়নাবস্থার মৃত্যু ঘটে, মুমূর্ষু ব্যক্তির শয্যা, শেষ শয্যা। ~শোক বি. কারও মৃত্যুজনিত দুঃখ। ~হীন বিণ. মৃত্যু বা মরণ নেই এমন ('এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ': রবীন্দ্র)।

Processing time: 0.43 s