চন্দ্র definitions

Bangla-Tangla Dictionary
চন্দ্র – Chandra [surname] [name]
Samsad Bengali-English Dictionary
চন্দ্র [ candra ] n the moon; (in comp.—used as a sfx.) a superior member or specimen (কুলচন্দ্র). ~ n. the crescent spot on the peacock's tail. ~কর n. moonlight, ~করোজ্জ্বল a. brightened by moonlight, moonlit. ~কলা n. 1/16th part of the moon's orb, a digit or phase of the moon. ~কলাশৃঙ্গ n. (geog.) the horns of the moon. ~কান্ত n. the moonstone (also চন্দ্রকান্তমণি); ☐ a. as beautiful as the moon. ~কান্তি a. as beautiful as the moon. ☐ n. silver. ~কিরণ n. moon beam, moonlight. ~কিরণোদ্ভাসিত a. same as ~করোজ্জ্বল ।~গ্রহণ n. a lunar eclipse. ~চূড় n. one who wears the moon as his crown; an appellation of Shiva. (শিব). ~নিভ a. resembling the moon; as bright as the moon. ~পুলি n. a sweet pastry made of coconut-kernel and sugar. ~প্রভ a. as shining or bright as the moon; of pleasing appearance. ~প্রভা n. moonlight, moonbeam. ☐ a. fem. as shining or beautiful as the moon. ~বংশ n. a family originating from the moon or from a sage named Chandra (চন্দ্র). ~বংশীয় a. of this family. ~বদন a. having a face as shining or beautiful as the moon, moon-faced; (sarcas.) ugly-faced; (sarcas.) having a round and stupid face. fem. ~বদনা । ~বিন্দু n. this nasal sign in the Bengali alphabet. ~বোড়া n. the Russell's viper. ~ভাগা n. the Chenab in the Punjab. ~মণি n. the moonstone. ~মণ্ডল n. the orb or disc of the moon; the halo round the moon; the lunar region. ~মল্লিকা n. the Chrysanthemum. ~মা n. the moon. ~মুখ same as ~বদন । fem. ~মুখী । ~মৌলি same as ~চূড় । ~রশ্মি n. moonlight. ~রেখা, ~লেখা n. 1/16th part of the moon's orb, a digit of the moon; a metre used in Sanskrit poetry. ~রেণু n. a plagiarist. ~লোক n. the region of the moon, the lunar region or heaven. ~শালা, ~শালিকা n. an attic. ~শেখর same as ~চূড় । ~সম্ভব n. a son of the moon; (astr.) Mercury. ~সুধা n. moonlight. ~হার n. a kind of ornamental girdle or necklace. ~হাস n. a bright or shining falchion.
Samsad Bangla Abhidhan
চন্দ্র [ candra ] বি. 1 চাঁদ; 2 (তৎপুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ~ বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ~কর বি. চাঁদের কিরণ, জ্যোৎস্না। ~কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ~কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ~কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোৎস্না; 4 রাত্রি। ~কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট ☐ বি. রুপো। ~কিরণ বি. জ্যোৎস্না। ~কোষ বি. সংগীতের রাগবিশেষ। ~গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ~চূড় বি. শিব। ~ধর বি. শিব। ~পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ~প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ~প্রভা বি. জ্যোৎস্না। ☐ বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ~বংশ বি. চন্দ্র থেকে উৎপন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ~বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ~বদনা। ~বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ~বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ~ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ~মণি বি. চন্দ্রকান্তমণি। ~মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ~মা বি. চাঁদ। ~মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ~মুখী। ~মৌলি বি. শিব। ~রেখা, ~লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ~রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ~লেখা দ্র চন্দ্ররেখা। ~লোক বি. 1 চন্দ্রের উপরিস্থ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্থান। ~শালা, ~শালিকা বি. চিলেকোঠা। ~শেখর বি. শিব। ~সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ~সুধা বি. জ্যোৎস্না। ~হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ~হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ।

Processing time: 0.4 s