Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ঘরেই definitions
Bangla-Tangla Dictionary
emphatic of locative of ঘর:ঘর – room, family
Samsad Bengali-English Dictionary
emphatic of locative of ঘর:ঘর [ ghara ] n a house, a building; a dwelling, a residence, an abode, a home; a shrine, a temple (ঠাকুরঘর); a room, a compartment, an apartment (পড়ার ঘর); one's own family (ঘরের লোক); a family (দুশো ঘরের বাস); descent, lineage (স্বঘর, হাঘর); a groove, a pocket (ছাপার টাইপের ঘর); a hole (বোতামের ঘর = a button-hole); (of machines etc.) a but ton, a reed (হারমোনিয়ামে 'সা'-এর ঘর); a rectangle or a square (ঘর কাটা); a place, a space, a side, a division, a column etc. (খরচের ঘর). ঘর আলো করাv. to beautify or edify a house (esp. with one's personal charm); to bring joy or glory or pride to a family. ~করনা, ~কন্নাn. (usu. of a woman) housekeeping, household duties; domestic science; the life and duties of a housewife; housewifery. ঘরকরনা করা, ঘরকন্না করাv. (usu. of a woman) to keep a house for, to act as a housewife (সে শান্তিতে ঘরকন্না করছে); to perform household duties; to be a housewife. ঘর করাv. to build a house; to act as a wife or mistress to (স্বামী নিয়ে ঘর করা); to act as a house wife, to do housekeeping (সে দেওরদের ঘর করছে); to lead the life of a house wife (কীসের জন্য আর ঘর করা); (of men) to live as a householder, to live as a family man (স্ত্রীপুত্র নিয়ে ঘর করা). ঘর কাটাv. to divide into or draw separate spaces, columns, squares, rectangles etc. ~কাটাa. divided into separate spaces, columns, squares, rectangles etc. ~কুনোa. homekeeping, shy of company. ☐ n. a home-bird. ~কুনোমিn. home-keeping nature. ঘর গড়াv. to build one's house or home, to set up one's residence; to establish one's family. ঘর ঘরadv. to or at every door, from door to door; to every family or house (বঙ্গের ঘর-ঘর). ~ছাড়াa. one who has renounced hearth and home or has taken to asceticism (ঘরছাড়া সন্ন্যাসী); away from home, living abroad (ঘরছাড়া জীবন); revolting against the domestic life (ঘরছাড়া মন). ~জামাইn. a man who lives in his father-in-law's family at the latter's cost. ~জোড়াa. occupying the whole space of a room; crowding or over-crowding a room; making a family or house charming and delightful by one's presence (ঘরজোড়া নাতি-নাতনি). ঘর জ্বালানোv. to set fire to a house or dwelling, to commit arson; (fig.) to destroy the peace and happiness of a family; (fig.) to ruin a family. ~জ্বালানেa. (fig.) one who or that which destroys the peace and happiness of a family; (fig.) one who or that which ruins a family. fem. ঘরজ্বালানি । ঘর তোলাv. to build a house or room (esp. a residential one). ঘর-পরn. one's own people and others. ঘরপাতাv. to settle down to a married life. ~পোড়াa. one whose house or dwelling has been burnt down; that which burns down a house or dwelling. ☐ n. an appellation of Hanuman (হনুমান) who set fire to Lanka (লঙ্কা); an incendiary or saboteur. ঘরপোড়া গোরু সিঁদুরে মেঘ দেখে ডরায় a burnt child dreads the fire. ঘরপোড়া বুদ্ধি a thought or plan that harms oneself or one's own family or side. ~পোষাa. domestic, tame. ~বরn. one's husband and his house or family. ~বসতn. act of dwelling or residing (ঘরবসত করা); a dwelling, a homestead; act of going to live with the husband permanently (generally said of childwives). ঘর বাঁধাv. to build a house or dwelling; to settle, to colonize. ~বার করাv. to go out of doors and come indoors alternately and repeatedly (esp. in anxiety). ঘর ভাঙাv. to pull down or demolish a house or room (esp. a residential one); to cause internal strife through instigation; to cause to lose one's aristocracy through matrimonial alliance with an inferior family. ঘর ভাঙানোv. to cause to pull down or demolish a house or room; to cause internal strife through instigation; to cause to lose one's purity of blood through matrimonial alliance with an inferior family. ঘর-ভাঙানেa. one who or that which causes internal strife through instigation. fem. ঘর ভাঙানি । ~মুখোa. homeward; homing. ঘরসংসার . same as ঘরকরনা । ~সন্ধান n. act of prying into a family or party to find out any of its weak points by means of which internal dissension may be caused. ~সন্ধানীa. praying into a family or party to find out any of its weak points by means of which internal dissension may be caused. ঘরে আগুন দেওয়া same as ঘর জ্বালানো । ঘরে-পরে, ঘরে-বাইরেadv. out of doors and within; at home and abroad. ঘরের কথা the secret of a family or a party. ঘরের শত্রু one who is an enemy to his own family or party, one who betrays his own family or party. ঘরের শত্রু বিভীষণ one whose activities and behaviour do a lot of harm to the family; a quisling (see গৃহশত্রু বিভীষণ).
Samsad Bangla Abhidhan
emphatic of locative of ঘর:ঘর [ ghara ] বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্থান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ > প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্থাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাৎ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্থাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ~কন্না, ~করনা বি. গৃহস্থালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ~কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ~ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ~জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ~জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাৎ সংসার জমজমাট করে রাখে এমন। ~জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ~জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ~পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। ☐ বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ~পোষা বিণ. গৃহপালিত। ~বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ~বাড়ি বি. বাসগৃহাদি। ~ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ~ভাঙানি। ~মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ~সংসার বি. গৃহস্থালি ও সাংসারিক কাজকর্ম। ~সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)।