ইতি definitions

Bangla-Tangla Dictionary
ইতি – all this, end, used to mark the the end of a letter
Samsad Bengali-English Dictionary
ইতি [ iti ] n end, termination, conclusion; completion; settlement; all this; such and such-like. ☐ adv. (chiefly used at the end of a correspondence) this is all (that the writer has got to say or write), here ends. ইতি করা v. to put an end to, to complete, to finish, to conclude; to settle up. ~উতি adv. on this side and that, in this direction and that; on all sides, in all directions. ~কর্তব্য, ~কর্তব্যতা, ~কর্তব্য জ্ঞান n. the decision that this is the right thing to do, decision about what is to be done. ~কর্তব্যবিমূঢ়তা n. nonplus, bewilderment, confusion, quandary. ~পূর্বে inc. but pop. form of ইতঃপূর্বে । ~মধ্যে inc. but pop. form of ইতোমধ্যে ।
Samsad Bangla Abhidhan
ইতি [ iti ] বি. 1 শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); 2 (সং.) এইরকম, এই। ☐ বিণ. শেষ সমাপ্ত। [সং. √ ই + তি]। ~উতি ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)। ~কথা বি. উপকথা, কাহিনি; ইতিহাস। ~কর্তব্য বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম। ইতি গজঃ বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের 'অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)। ~পূর্বে ক্রি-বিণ. এর আগে। ~বৃত্ত বি. ইতিহাস। ~বৃত্তকার বি. ইতিহাসরচয়িতা। ~মধ্যে ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।

Processing time: 0.4 s