Bangla-Tangla Dictionary
ঘটনা – an event
negative of 2nd person ordinary present simple tense of ঘটা:
ঘটা
– to happen (eg, an event)
Samsad Bengali-English Dictionary
ঘটনা [ ghaṭanā ] n an event, an occurrence; an in stance of joining; a chance happening or occurrence. ঘটনাক্রমে adv. by chance, accidentally, it so happened that; in course of events (ঘটনাক্রমে দেখা হয়ে গেল); in course of circumstances (ঘটনাক্রমে তাকে বাড়ি বেচতে হল). ঘটনাচক্র n. (lit.) the wheel of events, (fig.) the course of events. ঘটনাচক্রে same as ঘটনাক্রমে । ঘটনাধীন a. dependent on force of events; subject to the course of events or circumstances. ঘটনাপরম্পরা n. due succession of events. ঘটনাপূর্ণ, ঘটনাবহুল a. eventful. ঘটনাবলি n. (a collection of) events. ঘটনাস্রোত n. (lit.) the stream of events, (fig.) the course of events. ঘটনাস্থল n. the place or scene of occurrence, a venue.
negative of 2nd person ordinary present simple tense of ঘটা:
ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করে adv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানো v. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to.
Samsad Bangla Abhidhan
ঘটনা [ ghaṭanā ] বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ~ক্রমে, ~চক্রে ক্রি-বিণ. দৈবাৎ, ঘটনাগতিকে, accidentally. ~চক্র বি. ঘটনাপরম্পরা। ~ধীন বিণ. দৈবাধীন। ~পূর্ণ, ~বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ~বলি বি. ঘটনাসমূহ। ~স্থল বি. অকুস্থল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে।
negative of 2nd person ordinary present simple tense of ঘটা:
ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।