যেন definitions

Bangla-Tangla Dictionary
যেন – like, as if
Samsad Bengali-English Dictionary
যেন [ yēna ] adv & con. as, like; as if; so that; that (প্রার্থনা করি যেন সুখী হও); taking care that (টাকা হারায় না যেন); accepting that or supposing that (তাই যেন হল); I am failing to recollect just now (কী যেন নাম). কী যেন তাকে বল what do you call him or her. কী যেন তার নাম what's his (or her or its) name. যেন-তেন প্রকারে, যেন-তেন প্রকারেণ somehow; by hook or by crook, by fair means or foul; negligently or perfunctorily.
Samsad Bangla Abhidhan
যেন [ yēna ] অব্য. 1 উপমা-সূচক (সুন্দর যেন কন্দর্প); 2 অনুমানে (কোথায় যেন দেখেছি); 3 কল্পনায় ('মনে করো যেন বিদেশ ঘুরে': রবীন্দ্র); 4 কামনা প্রার্থনা বা অভিলাষ প্রকাশে (হে ভগবান, যেন মানুষ হই; খবরটা যেন পাই) 5 সতর্কীকরণে (টাকাটা যেন হারায় না দেখো); 6 স্বীকৃতিসূচক (তাই যেন হল)। [সং. যদ্]। যেন-তেন-প্রকারেণ ক্রি-বিণ. 1 যে-কোনো উপায়ে; 2 যেমন-তেমন করে।

Processing time: 1.21 s