সঞ্চার definitions

Bangla-Tangla Dictionary
সঞ্চার – infusion (+ করা = to infuse)
Samsad Bengali-English Dictionary
সঞ্চার, সঞ্চারণ [ sañcāra, sañcāraṇa ] n transition; (astr. & astrol.) transition from one zodiacal sign to another; transit; movement, motion; gait (পদসঞ্চার); pervasion, diffusion (আলোকসঞ্চার); accumulation, collection (মেঘসঞ্চার); appearance, on coming, advent, beginning (যৌবনসঞ্চার); infusion (প্রাণসঞ্চার); transfusion (রক্তসঞ্চার); excitation, inci tation, arousing (ভয়সঞ্চার). সাহস সঞ্চার করা v. to take courage. সঞ্চারপথ n. locus (pl. loci). সঞ্চারিত a. transited; (astr. & astrl.) transited to another zodiacal sign; moved; that which has pervaded or diffused; accumulated, collected; appeared; that which has come or be gun; infused; transfused; excited, in cited, roused. সঞ্চারিত করা v. to bring, to cause to set in or appear; to infuse, to transfuse; to excite, to incite, to rouse. সঞ্চারিত হওয়া v. to make a transit; (astr. & astrol) to make a transit to another zodiacal sign; to be in motion, to move; to pervade, to diffuse; to accumulate, to collect; to appear; to begin, to ensue; to be infused or transfused or incited or roused. সঞ্চারী a. in transit; moving, in motion; passing; evanescent; temporary; causing to move or pervade or diffuse or accumulate or collect or appear or ensue; oncoming; infusing; transfusing; excitant, inciting, rousing. ☐ n. (rhet.) the passing sentiment that is excited in the mind of a reader, a rhetorical accessory; (mus.) the third line or step of any of the Indian musical modes. fem. a. সঞ্চারিণী ।
Samsad Bangla Abhidhan
সঞ্চার, সঞ্চারণ [ sañcāra, sañcāraṇa ] বি. 1 সংক্রমণ, এক স্থান থেকে অন্য স্থানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্থাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্থায়ী; 3 আগন্তুক। ☐ বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্থায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্থিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী

Processing time: 1.21 s