স্থির definitions

Bangla-Tangla Dictionary
স্থির – settled, still (+ করা = to decide, to settle)
Samsad Bengali-English Dictionary
স্থির [ shira ] a motionless, stationary, still; permanent, perpetual, everlasting; firm, resolute; unperturbed, solid; steady; calm, tranquil; fixed, settled; ascertained. ☐ adv. for certain; surely. স্থির করা v. to fix, to settle; to determine; to ascertain; to make steady. ~চিত্ত, ~চেতা a. evenminded; single-minded; resolute; unwavering, firm. ~তা n. motion lessness, stationariness; permanence; firmness; stolidness; steadiness, calmness, tranquillity; fixity; certainty. ~তারা n. (astr.) a fixed star. ~দৃষ্টি n. a fixed or steadfast look; a gaze. ~নিশ্চয় a. firmly resolved; certain, sure; convinced. ~প্রতিজ্ঞ a. firmly resolved, resolute, firm. ~প্রতিজ্ঞা n. a firm re solve, resoluteness. ~বুদ্ধি, ~মতি a. evenminded; staid. ~যৌবনা a. fem. perpetually young, unaging, ageless. masc. ~যৌবন । ~সিদ্ধান্ত n. a firm resolve or decision; a conclusive finding or ascertainment. স্থিরীকরণ n. fixation, settling; decision; determination; ascertainment. স্থিরীকৃত a. fixed, settled; decided; determined; resolved; ascertained.
Samsad Bangla Abhidhan
থির [ thira ] বিণ. স্থির -এর কোমল রূপ ('থির দামিনী', 'থির দিঠে চাহে')। স্থির [ shira ] বিণ. 1 অচঞ্চল, নিশ্চল (বিপদে স্থির থাকা); 2 স্থায়ী; অক্ষয় (স্থিরযৌবনা); 3 অবিচল, দৃঢ় (স্থিরপ্রতিজ্ঞ); 4 ধীর, শান্ত (স্থিরচিত্তে); 5 নিশ্চিত, দৃঢ় (স্থির ধারণা); 6 নির্ধারিত, ধার্য, ঠিক (দিন বা কর্তব্য স্থির করা)। ☐ ক্রি-বিণ. নিশ্চিতরূপে, অবশ্য (স্থির জানি)। [সং. √ স্থা + ইর]। স্ত্রী. স্থিরা। বি. ~তা (এমন কোনো স্থিরতা নেই), ~ত্ব। ~দৃষ্টি বি. অপলক দৃষ্টি। ~নিশ্চয় বিণ. দৃঢ়সংকল্পযুক্ত। ☐ বি. দৃঢ় সংকল্প। স্থিরায়ু (-য়ুস্) বিণ. চিরজীবী; দীর্ঘজীবী। স্থিরী-করণ বি. নির্ধারণ, ধার্য করা। স্থিরী-কৃত বিণ. নির্ধারিত।

Processing time: 0.37 s