রোমহর্ষক definitions

Bangla-Tangla Dictionary
রোমহর্ষক – hair-raising [derivation: রোম + হর্ষ + ক]
Samsad Bangla Abhidhan
রোম [ rōma ] (-মন্) বি. 1 কেশ 2 (প্রধানত মাথা ও মুখমণ্ডল ব্যতীত দেহের অন্যান্য অংশের) চুল (রোমশ দেহ, রোমকূপ)। [সং. √ রু + মন্]। ~কূপ বি. রোম-এর মূলদেশস্থ অতিক্ষুদ্র ছিদ্র। ~ বিণ. 1 রোম বা লোম থেকে উৎপন্ন; 2 পশমি। ~ফোড়া বি. রোমকূপের মুখে উদ্গত ফোড়া। ~রাজি বি. রোমসমূহ। ~ বিণ. রোমপূর্ণ; রোমবহুল। ~হর্ষ বি. শিহরণ; ভয় বিস্ময়াদিতে শরীরের রোম খাড়া হয়ে যাওয়া, গায়ে কাঁটা দেওয়া। ~হর্ষক বিণ. শিহরণ জাগায় এমন, অত্যন্ত ভীতিপ্রদ (রোমহর্ষক দৃশ্য)। ~হর্ষণ বি. রোমহর্ষ। ☐ বিণ. শিহরণ জাগায় এমন; রোমাঞ্চকর।

Processing time: 0.41 s