উৎসর্গ definitions

Bangla-Tangla Dictionary
উৎসর্গ – dedication (+ করা = to dedicate)
Samsad Bengali-English Dictionary
উৎসর্গ [ utsarga ] n ritual or religious offering; sacrifice; dedication; gift or foundation for public welfare; ejection, relieving oneself of, letting out (পুরীষোৎসর্গ). জীবন উৎসর্গ করা v. to sacrifice or dedicate one's life. পুকুর উৎসর্গ করা v. to dig a tank for public welfare. পুস্তক উৎসর্গ করা v. to dedicate a book. উৎসর্গীকৃত a. offered; sacrificed; dedicated; given or founded for public welfare.
Samsad Bangla Abhidhan
উৎ-সর্গ [ ut-sarga ] বি. 1 সৎ বা শুভ উদ্দেশ্যে দেবতাকে অর্পণ; 2 স্বত্বত্যাগ; দান; 3 পরিত্যাগ (জীবন উৎসর্গ করা); 4 নিবেদন (বইটি তিনি তাঁর পিতাকে উৎসর্গ করেছেন); 5 প্রতিষ্ঠা করা (পুকুর উৎসর্গ করা)। [সং. উৎ + √ সৃর্জ্ + অ]। ~পত্র বি. গ্রন্থাদির যে পৃষ্ঠায় তা লিখিতভাবে কাউকে নিবেদন করা হয়। উৎসর্গী-কৃত (বাং. প্রয়োগে) উৎ-সর্গিত বিণ. উৎসর্গ করা হয়েছে এমন; নিবেদিত।

Processing time: 0.4 s