2 | |||
3 | কোন সাধনে মিলবে রে তোর পরম ধন | ||
4 | রাধাবল্লভ, সিলেট | ||
5 | |||
6 | ধোকলাবাজের ধোঁকায় পড়ে আন্দাজে করলে সাধন, | ||
7 | কোন সাধনে মিলবে রে তোর পরম ধন? | ||
8 | |||
9 | যদি মক্কা গেলেই খোদা মিলত | ||
10 | (ভাইরে ভাই) শিব মিলত কাশীতে, | ||
11 | ওরে বৃন্দাবনে কৃষ্ণ মিললে, কেউ যাইত না আশিতে রে | ||
12 | (ওরে) জাহেরে বাতনে মওলা | ||
13 | ভক্ত নিয়ে করছে খেলা | ||
14 | কিসে হয় তার নিত্য লীলা, কয়জন পায় তার দরশন1। | ||
15 | কোন সাধনে মিলবে রে তোর পরম ধন? | ||
16 | |||
17 | যদি ভোগ দিলেই ভগবান মিলত | ||
18 | (ভাইরে ভাই) খোদা মিলত শিন্নিতে | ||
19 | বড় কইরা ভোগ সাজাইয়া রাজায় পারত কিনিতে রে | ||
20 | সে যে কোন মোকামে থাকে বদ্ধ | ||
21 | কি ধন দিলে হবে বাধ্য | ||
22 | কোন বস্তু তার প্রিয় খাদ্য, করছোনি তার আয়োজন। | ||
23 | কোন সাধনে মিলবে রে তোর পরম ধন? | ||
24 | |||
25 | (হিন্দুরা) মণ্ডপে মূরতি1 গড়ে | ||
26 | তারা ধ্যান করে মনে-মনে | ||
27 | (মুসলমান) জমিনেতে সেজদা কইরা হাত তুলে ক্যান আসমানে রে? | ||
28 | (তুমি) দেখো নাই যাহার মূরতি | ||
29 | তার সাথে কি হয় পিরিতি | ||
30 | (রাধা-) বল্লভের এই পাগলা গীতি, বুঝিবে পাগল যে জন। | ||
31 | কোন সাধনে মিলবে রে তোর পরম ধন? | ||
32 | |||
33 | Transcribed by RS | ||
34 |