পাগলা definitions

Samsad Bangla Abhidhan
পাগল [ pāgala ] বিণ. বি. 1 উন্মাদ, বাতুল, খ্যাপা; 2 মত্ত, প্রমত্ত (পাগল হাওয়া); 3 (আল.) অস্থির (গরমে পাগল হয়ে গেলাম); 4 (আদরে) অবোধ (ওরে পাগল ছেলে)। [অর্বাচীন সং.]। পাগলা বিণ. বি. 1 (আদরে) পাগল (পাগলা ছেলে); 2 খ্যাপা (পাগলা হাতি)। স্ত্রী. পাগলীপাগলা-গারদ বি. পাগলের জন্য নির্দিষ্ট আবাস। পাগলামো বি. পাগলের বা নির্বোধের মতো আচরণ।

Processing time: 0.39 s