শিব definitions

Samsad Bengali-English Dictionary
মৃগ [ mṛga ] n the deer; the stag; the antelope; ground game; a beast, an animal. কস্তুরীমৃগ n. the musk-deer. কৃষ্ণসার-মৃগ n. the black antelope. চিত্রমৃগ n. the spotted deer. শাখামৃগ n. the monkey. ~চর্ম n. deer-skin; animal skin. ~তৃষা, ~তৃষ্ণা, ~তৃষ্ণিকা n. a mirage. ~নয়না a. fem. having eyes like those of a deer. ~নাভি n. musk. ~মদ n. musk. ~য়া n. hunting (esp. of big games). মৃগয়া করা v. to hunt. মৃগয়া করতে যাওয়া v. to go out hunting. মৃগয়াকারী n. a hunter, a hunts man. ~রাজ same as মৃগেন্দ্র । ~লোচনা same as ~নয়না । ~শিরা, ~শীর্ষ n. the fifth of the twenty-seven stars according to Hindu astronomy. ~শিশু n. a fawn. ~শৃঙ্গ n. the horn of a buck. মৃগাক্ষী same as ~নয়না । masc. মৃগাক্ষ । মৃগাঙ্ক n. one who bears the sign of a deer; the moon. মৃগাঙ্কমৌলি, মৃগাঙ্কশেখর n. one who bears the moon on one's forehead as a crown; Shiva (শিব). মৃগাজিব n. a deer skin; an animal skin. মৃগাজীব n. a professional hunter. মৃগী n. (as fem.) the doe, the female beast (শাখামৃগী); (as neut.) epilepsy. মৃগেন্দ্র n. the king of beasts; the lion. শিব [ śiba ] n good, weal, well-being; one of the three principal Hindu gods, Shiva. ☐ a. good, beneficial; auspicious. শিব গড়তে বাঁদর গড়া (fig.) to do evil in one's at tempt to do something good. ~চর্তুদশী n. the fourteenth lunar day of the month of Phalgoon (ফাল্গুন) when Shiva is worshipped. ~জ্ঞান n. the conception that all is good (যাত্রায় শিবজ্ঞান). ~ত্ব n. the state of Shiva. শিবত্বপ্রাপ্তি n. death. ~নেত্র n. the upturned eyes of Shiva; one with such eyes (eyes become so upturned on the eve of one's death). ~বাহন n. the bull. ~রাত্রি n. the night of ~চতুর্দশী । শিবরাত্রির সলতে (fig.) the only son or the sole surviving descendant. ~লিঙ্গ n. a phallic symbol of Shiva. ~লোক n. the abode of Shiva.
Samsad Bangla Abhidhan
শিব [ śiba ] বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। ☐ বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ~চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ~জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ~ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ~ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ~নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ~পুরী, ~লোক বি. 1 শিবের বাসস্থান; 2 কৈলাস; 3 বারাণসী। ~প্রিয়া বি. দুর্গাদেবী। ~বাহন বি. বৃষ, ষাঁড়। ~রাত্রি বি. শিব চতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ~লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। শিবেতর [ śibētara ] দ্র শিব

Processing time: 0.4 s