Off by 2 letters:
যজন definitions

Samsad Bengali-English Dictionary
যজন [ yajana ] n worshipping, worship; act of offering in sacrifice, sacrifice. ~যাজন n. act of worshipping on behalf of one's own self as well as on behalf of others, priestcraft.
Samsad Bangla Abhidhan
যজন [ yajana ] বি. 1 যজ্ঞ; 2 দেবতার পূজা করা, যজ্ঞ করা। [সং. √ যজ্ + অন]। যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত।
Off by 3 letters:
একজন definitions

Bangla-Tangla Dictionary
একজন – one person, a person
কতজন definitions

Bangla-Tangla Dictionary
কতজন – how many people
কন definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of কওয়া: কওয়া – to speak
কুজন definitions

Samsad Bengali-English Dictionary
কুজন [ kujana ] n a bad man, a wicked fellow.
কূজন definitions

Samsad Bengali-English Dictionary
কূজন [ kūjana ] n a sweet note or call of a bird, cooing, warbling, chirping; (fig.—esp. of lovers) whispering. কূজন করা v. (of birds) to call, to coo, to warble, to chirp; (fig.—esp. of lovers) to whisper. কূজিত a. resounded or resounding with a bird's call or cooing or warbling or chirping.
Samsad Bangla Abhidhan
কূজন [ kūjana ] বি. 1 পাখির ডাক; 2 অব্যক্ত মধুর ধ্বনি। [সং. √ কূজ্ + অন]। কূজিত বিণ. কূজনের দ্বারা ধ্বনিত (কোকিলকূজিত)।
জন definitions

Bangla-Tangla Dictionary
জন – a person
Samsad Bengali-English Dictionary
জন [ jana ] n a person, a man (শতজন); a labourer (জন খাটানো); the common people, the masses, demos (জননেতা). ☐ in comp. a person, a head (দশজন, দুজন). জনকল্যাণ n. welfare of the people, masses etc. জন খাটা v. to work as a labourer. জন খাটানো v. to supervise labourers at work, to requisition the service of a labourer. ~গণ same as ~সাধারণ । ~গণনা n. census. ~গণেশ n. the presiding god of the common people or the proletariat. জনগণের দাবি public demand. ~গোষ্ঠী n. a clan; a tribe. ~তা n. an assembly or crowd of persons; a mob; the rabble; (pol.) the proletariat. অবৈধ জনতা an unlawful assembly. ~নায়ক, ~নেতা n. a leader of the people; a demagogue. ~পদ n. any human habitation with distinct boundary lines such as a village or a town, a settlement, a township. ~পদবধূ n. a prostitute, a whore. জনপালন কৃত্যক civil service. ~প্রবাদ n. hearsay, a rumour. ~প্রাণী n. a single person or creature. ~প্রিয় a. popular. ~প্রিয়তা n. popularity. ~বল same as লোকবল । ~বসতি n. human habitation, habitation. ~বহুল a. populous, numerously inhabited, thickly populated, congested, crowded. ~বিরল a. sparsely inhabited or populated; almost desolate. ~মজুর n. a labourer (chiefly a temporarily hired one). ~মত n. popular opinion or verdict, public opinion. ~মানব n. (even) a single human being. ~মানবহীন a. desolate, to tally desolate; lonely, deserted. ~মুখী a. aimed at the benefit of the people. ~যুদ্ধ n. people's war. ~রব n. hearsay; a rumour. ~লোক n. (myth.) the fifth of the seven heavens which is the abode of pious people after their death. ~শূন্য a. desolate. ~শ্রুতি n. hearsay, a rumour. ~সংখ্যা n. population. ~সংঘ n. a people's society; a society for public welfare, a social service or welfare institution. ~সংভরণ n. civil supply. ~সভা n. mass meeting, public meeting. ~সমক্ষে adv. publicly, before everybody's eyes, openly. ~সমষ্টি n. same as জনগণ and জনসাধারণ । ~সমাজ n. the human society. ~সমাবেশ n. a gathering (of people, crowds etc.), an assembly, an assemblage of people. ~সমুদ্র n. (lit.) a sea of people; a great multitude of people, a vast concourse of people. ~সাধারণ n. the common people; the masses; the public; (pol.) the proletariat. ~স্বাস্থ্য n. public health. ~স্রোত n. a stream of people. ~হিতকর a. beneficial to the public, doing good to the people; philanthropic. ~হীন a. desolate. জনে জনে one after another; one by one; individually; severally.
Samsad Bangla Abhidhan
জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ~গণ জনসাধারণ -এর অনুরূপ। ~গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ~গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ~গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ~তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ~নেতা, ~নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ~পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্থান; 2 শহর। ~পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ~প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ~প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ~প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ~বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ~বসতি বি. লোকজনের বাস বা বাসস্থান। ~বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ~মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ~মত বি. অধিকাংশ লোকের মত। ~মানব জনপ্রাণী -র অনুরূপ। ~যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ~রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ~লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্থ লোক। ~শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ~শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ~শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ~সংখ্যা বি. কোনো স্থানের অধিবাসীদের সংখ্যা, population. ~সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্থা, civil supply (স. প.)। ~সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্থাপন। ~সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ~সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ~সমাজ বি. মানুষের সমাজ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ~সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ~সেবা বি. মানুষের সেবা। ~স্থান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্থানবিশেষ। ~স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ~হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ~হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। জনগণ, জনগণেশ, জনতা [ janagaṇa, janagaṇēśa, janatā ] দ্র জন জননেতা [ jananētā ] দ্র জন জনপ্রবাদ, জনপ্রাণী, জনপ্রিয়, জনবহুল [ janaprabāda, janaprāṇī, janapriẏa, janabahula ] দ্র জন জনমজুর, জনমত, জনমানব [ janamajura, janamata, janamānaba ] দ্র জন জনশিক্ষা, জনসংখ্যা, জনসমুদ্র, জনসাধারণ, জনস্থান, জনস্রোত, জনহীন [ janaśikṣā, janasaṅkhyā, janasamudra, janasādhāraṇa, janashāna, janasrōta, janahīna ] দ্র জন পাঁচ [ pān̐ca ] বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ]। ~ই, পাঁচুই বি. মাসের পাঁচ তারিখ। ☐ বিণ. পাঁচ তারিখের (পাঁচই পৌষ)।~কথা বি. 1 অনেক কথা; নানা কথা; 2 কটু কথা। ~কান বিণ. নানা জনের কানে যায় এমন; প্রচারিত। ~চুলা, ~চুলো বি. বিশ্রী ও অসমানভাবে চুল ছাঁটা।~জন বি. (আল.) জনসাধারণ (পাঁচজনে কী বলবে?)। ~ফোড়ন বি. রান্নায় ব্যবহৃত পাঁচ রকমের মশলা-জিরে কালোজিরে মেথি মৌরি ও রাঁধুনি। ~মাথা বি. যেখানে পাঁচটি রাস্তা মিশেছে (পাঁচ মাথার মোড়)। ~মিশালি বিণ. বিবিধ দ্রব্যের মিশ্রণজাত; মিশ্রিত। কথ্য~মিশেলি। ~সালা বিণ. পাঁচ সাল বা বছর ধরে ঘটে বা চালু থাকে এমন; পাঁচ বছর মেয়াদি।
যাজন definitions

Samsad Bengali-English Dictionary
যাজন [ yājana ] n act of conducting a religious service in the capacity of a priest or clergyman. যাজন করা v. to conduct a religious service (as by a priest). ~বৃত্তি n. the profession of the priest or the clergy, priestship, priesthood, clericity; a stipend or allowance given to a priest or clergyman, (cp.) a benefice. যাজনিক a. priestly, clerical; ecclesiastical.
Samsad Bangla Abhidhan
যাজন [ yājana ] বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।
যোজন definitions

Samsad Bengali-English Dictionary
যোজন [ yōjana ] n joining or linking; unification; mixing or blending; employment (সৈন্যযোজন); application (শব্দযোজন); investment (as of money); fixation, implantation (ধনুকে শরযোজন); a measure of distance usu. about five miles, a yojana. ~গন্ধ n. musk. যোজনা same as যোজন except in the last sense, and-n. planning or a plan (চতুর্থ যোজনা).
Samsad Bangla Abhidhan
যোজন [ yōjana ] বি. 1 একত্র বা যুক্ত করা; 2 জোড়া, সাঁটা; 3 নিয়োগ, নিয়োজন; 4 সংঘটন; 5 চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। ~গন্ধা বি. 1 কস্তুরী; 2 ব্যাসমাতা সত্যবতী বা মৎস্যগন্ধা। যোজনা বি. 1 একত্র করা, যুক্ত করা; 2 নিয়োজন; 3 সংযোগ (শব্দযোজনা); 4 রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।
Off by 4 letters:
আকজ definitions

Samsad Bengali-English Dictionary
আকজ, আখজ [ ākaja, ākhaja ] n grudge, malice, animosity, spite.
ওজন definitions

Bangla-Tangla Dictionary
ওজন – weight (+ করা = to weigh)
Samsad Bengali-English Dictionary
ওজন [ ōjana ] n act of weighing; weight; a unit of weight, a measure; importance, impressiveness; power, strength (নিজের ওজন বুঝে কাজ করা). ওজন করা v. to weigh. ~-করা a. measured (ওজন-করা কথা). ~দর n. price according to or determined by weight (and not according to or determined by number). ~দার n. a weighman, a measurer.
Samsad Bangla Abhidhan
ওজন [ ōjana ] বি. 1 তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); 2 গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ~দর বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাৎ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ~দার বিণ. 1 ভারী; 2 গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।
ক definitions

Bangla-Tangla Dictionary
– how many, a few [derivation: abbreviation of কয়]

2nd person intimate present imperative tense of কওয়া:
কওয়া – to speak

Samsad Bengali-English Dictionary
3 [ ka3 ] sfx added to না, নাই, নি etc. to make them sound sweet.
Samsad Bangla Abhidhan
1 [ ka1 ] বাংলা বর্ণমালার প্রথম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ কণ্ঠ্য ক্-ধ্বনির দ্যোতক বর্ণ। ক অক্ষর গোমাংস অক্ষরপরিচয়ও নেই এমন অবস্থা, আকাট মূর্খ। ক খ না জানা (আল.) কোনো বিষয়ের প্রাথমিক তথ্যও না জানা (আরে সে তো সংগীতের ক খ-ও জানে না). 2 [ ka2 ] ক্রি. (তুচ্ছার্থে) কহ, বল। [বাং. √ কহ্]। 3 [ ka3 ] বিণ. কয়, কত (ক-রকম, কখানি)। [বাং. কয়]। 4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)।
কওন definitions

Samsad Bangla Abhidhan
কওন, কওয়া [ kōna, kōẏā ] যথাক্রমে কহন ও কহা -র রূপভেদ।
কখন definitions

Bangla-Tangla Dictionary
কখন – when (when the answer is expected to be a time of day)
Samsad Bengali-English Dictionary
কখন [ kakhana ] adv at what time; when; long ago (সে তো কখন চলে গেছে). কখনও, কখনো adv. at any time, ever; for any reason; in any condition; under any circumstances. কখনো কখনো , (coll.) কখনো সখনো adv. sometimes, now and then, now and again; at times. আর কখনো ever afterwards. আর কখনো না never afterwards.
Samsad Bangla Abhidhan
কখন [ kakhana ] অব্য. ক্রি-বিণ. 1 কোন সময়ে (কখন যাবে?); 2 বহুক্ষণ আগে (সে তো কখন চলে গেছে)। [বাং. কোন্ + খন (সং. ক্ষণ)]। কখনোই, কখনো অব্য. ক্রি-বিণ. কোনো সময়েই, কোনো অবস্থাতেই, কোনো কারণেই। কখনো কখনো, কখনোসখনো অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে।
কথন definitions

Samsad Bengali-English Dictionary
কথন [ kathana ] n act or mode of speaking; utterance; words spoken; a saying; a statement; a speech. কথনীয় a. worthy of being spoken or told, speakable, utter able; that which is to be spoken or told.
Samsad Bangla Abhidhan
কথন [ kathana ] বি. কথা, উক্তি, বলা; বিবৃতি, ভাষণ। [সং. √ কথ্ + অন]। কথনীয় বিণ. কথ্য, বলার যোগ্য; বলা উচিত এমন; বক্তব্য।
কনক definitions

Samsad Bengali-English Dictionary
কনক [ kanaka ] n gold. ☐ a. in comp. (used as a pfx.) golden, made of gold (কনকমুকুট); auriferous. ~ক্ষার n. borax. ~চাঁপা n. a golden-coloured sweet-scented flower or its plant. ~চূড় n. a variety of paddy. ☐ a. golden-crested (কনকচূড় মুকুট). ~ধুতুরা n. a species of Datura, its plant or flower. ~দীপ n. a lamp made of gold, a gold lamp. ~পুরী n. a city full of architectural works made of gold; a city of gold; (fig.) a beautiful city or dwelling-house. ~প্রভ a. bright or shining as gold. ~প্রভা n. the lustre of gold. ~বরণ a. golden-coloured. ~ময় a. made of gold, full of gold, golden. ~মুকুট n. a gold crown. ~রঞ্জিত a. gold gilt. ~লতা n. a golden creeper, (cp.) golden rod.
Samsad Bangla Abhidhan
কনক [ kanaka ] বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। ~চাঁপা বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। ~চূড় বি. ধানবিশেষ। ☐ বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া ('কনকচূড় মুকুটখানি': রবীন্দ্র)। ~চূর বি. ধানবিশেষ, কনকচূড় ধান। ~পত্র বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। ~প্রভা বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। ~ময় বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। ~মুকুট বি. সোনার মুকুট। ~রঞ্জিত বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। ~রস বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। ~সূত্র বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।
কনে definitions

Bangla-Tangla Dictionary
কনে – bride, wife
Samsad Bengali-English Dictionary
কনে [ kanē ] n a bride; a virgin of marriageable age; a newly-married wife. ~বউ n. a newly-married wife; a child-wife; the youngest wife of a family.
Samsad Bangla Abhidhan
কনে [ kanē ] বি. 1 বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); 2 নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)। [সং. কন্যা]। ~চন্দন ব. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা। ~বউ বি. নববধূ; বালিকাবধূ। ~যাত্রী বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উৎসবে আগত লোকজন।
কফজ definitions

Samsad Bengali-English Dictionary
কফজ [ kaphaja ] a phlegmatic; catarrhal; mucous.
কফন definitions

Samsad Bangla Abhidhan
কফন, কাফন [ kaphana, kāphana ] বি. শব আচ্ছাদন করার বস্ত্র। [আ. ক'ফ্ন্]। কাফন [ kāphana ] দ্র কফন
কবজ definitions

Samsad Bengali-English Dictionary
কবজ1 [ kabaja1 ] n a receipt (esp. for the rent paid); a note of hand, a bond. কবজ2 [ kabaja2 ] n a charm, a spell; an amulet, a trinket, a talisman.
Samsad Bangla Abhidhan
কবজ1 [ kabaja1 ] বি. 1 রসিদ; দাখিলা; খত; 2 অধিকার, দখল। [আ. ক'ব্জ্]। কবজ2 [ kabaja2 ] বি. মাদুলি, তাবিজ। [সং. কবচ]।

Processing time: 1.68 s