গড়ে definitions

Bangla-Tangla Dictionary
locative of গড়: গড় – average (+ -এ = on average)

3rd person ordinary present simple tense of গড়া:
গড়া – to build

perfective participle of গড়া:
গড়া – to build

Samsad Bengali-English Dictionary
গড়3 [ gaṛa3 ] n an average, a mean; an approximate amount. ~পড়তা see below. গড়ে adv. on an average. locative of গড়: গড়1 [ gaṛa1 ] n shape, build. locative of গড়: গড়2 [ gaṛa2 ] n genuflexion, genuflection. গড় করা v. to genuflect, to bow in salutation (to a person or deity). গড় হওয়া v. to genuflect. locative of গড়: গড়3 [ gaṛa3 ] n an average, a mean; an approximate amount. ~পড়তা see below. গড়ে adv. on an average. locative of গড়: গড়4 [ gaṛa4 ] n a fort; a fortress; a moat; a hollow into which the mouth of a husking pedal falls to thrash grains. গড়ের প্রাচীর the rampart. গড়ের বাদ্যি the military band of a fort; the music of this band. গড়ের মাঠ the esplanade. locative of গড়: গড়ন [ gaṛna ] n act of making or creating or building or shaping or moulding or forming (see also গড়1); build, shape, mould, formation, structure; grace or beauty of build, shape etc. ~পিটন, ~পেটন n. shape and appearance. ~দার n. one who makes things by casting metals; a moulder. 3rd person ordinary present simple tense of গড়া: গড়া3 [ gaṛā3 ] v to make (পিঠে গড়া); to shape, to mould, to model (পুতুল গড়া); to create; to build, to construct (বাড়ি গড়া); to form (দল গড়া); to found (স্কুল গড়া, রাজ্য গড়া); to bring up (ছেলে গড়া); to develop (দেশ গড়া). ☐ a. made; shaped, moulded, modelled; created; built, constructed; formed; founded; brought up; developed; made up, fabricated (গড়া সাক্ষী). perfective participle of গড়া: গড়া3 [ gaṛā3 ] v to make (পিঠে গড়া); to shape, to mould, to model (পুতুল গড়া); to create; to build, to construct (বাড়ি গড়া); to form (দল গড়া); to found (স্কুল গড়া, রাজ্য গড়া); to bring up (ছেলে গড়া); to develop (দেশ গড়া). ☐ a. made; shaped, moulded, modelled; created; built, constructed; formed; founded; brought up; developed; made up, fabricated (গড়া সাক্ষী).
Samsad Bangla Abhidhan
locative of গড়: গড়1 [ gaṛa1 ] বি. 1 দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য); 2 খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ; 3 ধান ভানার সময় মুষলের আঘাত যে গহ্বরের মধ্যে পড়ে। [সং. গর্ত > গড্ড]। ~খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা। [গড় + খাত > খাই]। গড়ের বাদ্যি বি. 1 কেল্লার সৈন্যদলের বাজনা ; 2 বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা। গড়ের মাঠ বি. 1 নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade; 2 (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)। locative of গড়: গড়2 [ gaṛa2 ] বি. প্রণাম, দণ্ডবৎ হওয়া, প্রণিপাত। [দেশি]। গড় করা ক্রি. বি. প্রণাম করা (দাদুকে গড় করো)। গড় হওয়া ক্রি. বি. প্রণত হওয়া (গড় হয়ে বললাম)। locative of গড়: গড়3 [ gaṛa3 ] বি. মোটামুটি হিসাব, মাঝামাঝি গণনা, average (গড় কষা, গড়ে পাঁচ টাকা)। [সং. গণ]। ~পড়তা ক্রি-বিণ. গড়ে, স্থূল গণনায়, মোটামুটি হিসাবে (গড়পড়তা পাঁচ টাকা)। 3rd person ordinary present simple tense of গড়া: গড়া2 [ gaṛā2 ] ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্থাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ~নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 3rd person ordinary present simple tense of গড়া: গড়া3 [ gaṛā3 ] ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ~নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ~নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি। perfective participle of গড়া: গড়া2 [ gaṛā2 ] ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্থাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ~নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে। perfective participle of গড়া: গড়া3 [ gaṛā3 ] ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ~নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ~নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি।

Processing time: 1.32 s