Off by 2 letters:
জেরে definitions

Bangla-Tangla Dictionary
জেরে – because of [postposition]
হেরে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of হারা: হারা – to be defeated
Samsad Bengali-English Dictionary
perfective participle of হারা: হারা [ hārā ] v to be defeated; to lose (as in a game). ☐ a. (in comp.) having lost, deprived of, bereft of (গৃহহারা, সুখহারা), bereaved of, -less (মাতৃহারা = mother less).
Samsad Bangla Abhidhan
perfective participle of হারা: হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।
Off by 3 letters:
জহর definitions

Bangla-Tangla Dictionary
জহর – jewel
Samsad Bengali-English Dictionary
জহর1 [ jahara1 ] n poison. জহর2 [ jahara2 ] n a precious stone, a gem, a jewel.
Samsad Bangla Abhidhan
জহর1 [ jahara1 ] বি. বিষ. গরল। [ফা. যহ্র্]। জহর2 [ jahara2 ] বি. মণি, বহুমূল্য পাথর, রত্ন। [আ. জওহর্]।
জার definitions

Samsad Bengali-English Dictionary
জার [ jāra ] n a secret and unlawful lover of a woman esp. of a married woman, a paramour.
Samsad Bangla Abhidhan
জার [ jāra ] বি. উপপতি; গুপ্ত বা অবৈধ প্রণয়ী (যবনীজার, জারজ সন্তান)। [সং. √ জৃ + অ]। ~জ দ্র জারজ
জাহির definitions

Bangla-Tangla Dictionary
জাহির
1. Zaheer [name] [http://en.wikipedia.org/wiki/Zaheer_Khan]
2. a showy display (+ করা = to display showily)
Samsad Bengali-English Dictionary
জাহির [ jāhira ] a ostentatiously made public; asserted; displayed ostentatiously. জাহির করা v. to make public or announce ostentatiously; to assert; to display ostentatiously.
Samsad Bangla Abhidhan
জাহির [ jāhira ] বিণ. 1 প্রকাশিত (হুকুম জাহির করা); 2 প্রচারিত (নাম জাহির করা); 3 প্রদর্শিত ('বড় বিদ্যা করেছি জাহির': র. সে.)। [আ. জাহির্]।
জের definitions

Bangla-Tangla Dictionary
জের – effect, result
Samsad Bengali-English Dictionary
জের [ jēra ] n (book-keeping) the balance; (fig.) the smouldering continuity (ঝগড়ার জের). জের টানা v. (book-keeping) to carry over, to bring forward; (fig.) to keep up or drag on. জের মেটানো v. (book-keeping) to balance (account); to pay up arrears; to complete arrears of work; to put out the smouldering embers; to suffer the consequences.
Samsad Bangla Abhidhan
জের [ jēra ] বি. 1 আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); 2 রেশ (পুরোনো ঝগড়ার জের)। [ফা. যের]। জের টানা ক্রি. 1 হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; 2 পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। ☐ বি. উক্ত অর্থে।
হজারে definitions

Bangla-Tangla Dictionary
হজারে – Hazare [surname] [http://en.wikipedia.org/wiki/Anna_Hazare]
হেরেছ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present perfect tense of হারা: হারা – to be defeated
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present perfect tense of হারা: হারা [ hārā ] v to be defeated; to lose (as in a game). ☐ a. (in comp.) having lost, deprived of, bereft of (গৃহহারা, সুখহারা), bereaved of, -less (মাতৃহারা = mother less).
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present perfect tense of হারা: হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ~নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ~হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।
Off by 4 letters:
আজার definitions

Samsad Bangla Abhidhan
আজার [ ājāra ] বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্থ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)।
ইজার definitions

Samsad Bengali-English Dictionary
ইজার [ ijāra ] n shorts; short trousers.
ইজাহার definitions

Samsad Bangla Abhidhan
এজাহার, ইজাহার [ ējāhāra, ijāhāra ] বি. 1 বিজ্ঞপ্তি, ফৌজদারি ঘটনা সম্পর্কে (থানায়) প্রদত্ত বিবৃতি; 2 সাক্ষ্য (দারোগা একে একে সবার এজাহার নেবেন)। [আ. ইজ্'হার]।
ইজের definitions

Samsad Bangla Abhidhan
ইজের [ ijēra ] বি. 1 দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; 2 পায়জামা। [ফা. ইজার]।
এজাহার definitions

Samsad Bengali-English Dictionary
এজাহার [ ējāhāra ] n a statement about a crime given to the police; (loos.) deposition.
Samsad Bangla Abhidhan
এজাহার, ইজাহার [ ējāhāra, ijāhāra ] বি. 1 বিজ্ঞপ্তি, ফৌজদারি ঘটনা সম্পর্কে (থানায়) প্রদত্ত বিবৃতি; 2 সাক্ষ্য (দারোগা একে একে সবার এজাহার নেবেন)। [আ. ইজ্'হার]।
কারে definitions

Samsad Bangla Abhidhan
সহ [ saha ] অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। ☐ বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। ~কর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. ~কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. ~কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) ~কারিণীকারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। ~ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। ~গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। ~গামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) ~গামিনী। ~চর, ~চারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি. (স্ত্রী.) ~চরী, ~চারিণী। ~জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোৎপন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)। ~তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)। ~ধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)। ~ধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা। ~পাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. ~পাঠিনী। ~বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া। ~মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ। ~মৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা। ~যাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. ~যাত্রিণী। ~যায়ী (-য়িন্) বিণ. সহগামী।
কাহে definitions

Samsad Bangla Abhidhan
কাহে [ kāhē ] ক্রি-বিণ. কেন, কীসের জন্য। [সং. কথম্, কস্মাৎ; তু. হি. কাঁহে]।
গাহে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of গাওয়া: গাওয়া – to sing
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ~নো v. to cause to sing.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary present simple tense of গাওয়া: গাওয়া3 [ gāōẏā3 ] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ঘেরে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of ঘেরা: ঘেরা – to enclose, to surround
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present simple tense of ঘেরা: ঘিরা, ঘেরা [ ghirā, ghērā ] v to enclose; to shut in; to surround; to overcast or pervade ('আকাশ ঘিরে মেঘ জমেছে'); to besiege. ☐ n. an enclosed place or an enclosing device, an enclosure. ☐ a. enclosed; shut in; surrounded; besieged. ঘিরে ফেলা v. to encircle; to besiege.
চাহে definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাওয়া – to want, to look at
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাই, চাও, চায় [ cāi, cāō, cāẏa ] v (pr. t.) forms of চাওয়া1 & চাওয়া2 । কী চাই, কী চাও what do you want? চাই-কি adv. even; probably. চাইলেই for the asking. shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাওয়া1 [ cāōẏā1 ] v to want; to ask for, to request for (ভিক্ষা চাওয়া, সময় চাওয়া); to desire (মরতে চাওয়া); to be ready to. চাওয়া চাওয়ি n. act of wanting or asking for or desiring repeatedly. ~নো v. to cause to want; to cause to ask for or request for; to cause to desire; to cause to consent. ~মাত্র adv. for the asking. shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাওয়া2 [ cāōẏā2 ] v to look at; to open (চোখ চাওয়া); to cast an evil eye (on or at). চাওয়া চাওয়ি n. act of looking at one another; act of coming to an agreement by favouring one another. ~নো v. to cause to look at; to cause to open. মুখ তুলে চাওয়া v. to look favourably on; to be favourably inclined towards.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাওয়া1 [ cāōẏā1 ] ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ~নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)। shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাওয়া2 [ cāōẏā2 ] ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ < সং. √চক্ষ্]। ~চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ~নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। ☐ বি. উক্ত অর্থে। shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাহা1 [ cāhā1 ] ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা; 2 কামনা করা, ইচ্ছা করা ('মারিতে চাহি না আমি সুন্দর ভুবনে': রবীন্দ্র)। [চাওয়া1 দ্র]। shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চাহা2 [ cāhā2 ] ক্রি. চাওয়া, তাকানো, দেখা, দৃষ্টি দেওয়া ('চাহিয়া দেখো': রবীন্দ্র)। [চাওয়া2 দ্র]। shadhu 3rd person ordinary present simple tense of চাওয়া: চেয়ে2 [ cēẏē2 ] অস-ক্রি. চাওয়া দ্র।
জনার definitions

Samsad Bengali-English Dictionary
জনার [ janāra ] n an inferior variety of cereal, mealie.
Samsad Bangla Abhidhan
জনার [ janāra ] বি. মকাই বা ভুট্টা বা ওইজাতীয় শস্যবিশেষ। [হি.]।
জহরত definitions

Samsad Bengali-English Dictionary
জহরত [ jaharata ] n jewels collectively, jewellery.
Samsad Bangla Abhidhan
জহরত [ jaharata ] বি. মণিমুক্তাদি বহুমূল্য রত্ন। [আ. জওহরাৎ (বহুবচনে)]।

Processing time: 1.81 s