Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
পরম definitions
Bangla-Tangla Dictionary
পরম – real, main
Samsad Bengali-English Dictionary
পরম [ parama ] a first, primordial, true, real (পরম কারণ); best, chief, prime, supreme, principal, highest, greatest, absolute, final (পরম পুরুষ); of the highest degree, greatest or worst (পরম সুখ, পরম দুঃখ); (sc.) absolute. পরম আপ্যায়িত most cordially received; highly gratified or pleased. পরম একক (phys.) absolute unit. পরম কারণn. Final or Ulti mate Cause, God. পরম কারুণিকa. most merciful or kind, most gracious. পরম ক্রম (phys.) absolute scale. ~গতিn. the most blessed state after death, beatitude, heavenly bliss; salvation. ~গুরুn. the supreme or greatest preceptor; the most venerable preceptor; the absolute lord (পতি পরম গুরু). পরম ঘনত্ব, পরম ঘনাঙ্ক (phys.) absolute density. ~তত্ত্বn. final knowledge; (phil.) reality; secrets, mystery; the Absolute Being, God. ~পদ same as পরমগতি । ~পদার্থn. intrinsic essence; the Final Cause, God. ~পিতাn. the Heavenly Father, God. ~পুরুষn. the Absolute Being, God; a divine person, a saint. পরম প্রসার, পরম প্রসারণ (phys.) absolute expansion. ~বিত্তn. a great treasure; an object of the highest value; an object of joy and hope. ~ব্রহ্মn. the Absolute Being, God. পরম মান (phys.) absolute measurement. পরম শূন্য (phys.) absolute zero. ~সুন্দরa. most beautiful. fem. পরমসুন্দরী । পরম স্পন্দনসংখ্যা (phys.) absolute frequency of vibration. ~হংসn. a saint who has attained final knowledge and sanctity.পরমা [ paramā ] fem of পরম । পরমা গতি same as পরম গতি । পরমা প্রকৃতি same as আদ্যাশক্তি । ~সুন্দরীn. & a. fem. extremely handsome, very beautiful.
Samsad Bangla Abhidhan
পরম [ parama ] বিণ. 1 প্রথম, আদ্য, প্রকৃত (পরম কারণ) 2 শ্রেষ্ঠ, প্রধান (পরমপুরুষ, পরম সহায়) 3 সর্বাতীত, দুঃখ মায়া প্রভৃতির অতীত (পরমপুরুষ, পরম ব্রহ্ম) 4 চরম, অত্যন্ত (পরম শত্রু, পরম দুঃখ)। [সং. পর3 + √মা + অ]। স্ত্রী. পরমা। ~গতি বি. শ্রেষ্ঠ গতি, মুক্তি। ~পদ বি. শ্রেষ্ঠ অবস্থা বা স্থান মোক্ষ। ~পদার্থ বি. শ্রেষ্ঠ বা মূল সত্তা অর্থাৎ পরব্রহ্ম। ~পিতা, ~পুরুষ, ~ব্রহ্ম বি. ভগবান। ~হংস বি. জীবন্মুক্ত শুদ্ধচিত্ত নির্বিকার এবং ব্রহ্মানন্দে ও ব্রহ্মচিন্তায় মগ্ন যোগীপুরুষ মহাযোগী।পরমা [ paramā ] দ্র পরম। পরমা গতি বি. মুক্তি। পরমা প্রকৃতি বি. আদ্যাশক্তি, সৃষ্টির আদিভূতা মহামায়া।