Off by 2 letters:
কন্যা definitions

Bangla-Tangla Dictionary
কন্যা – daughter
Samsad Bengali-English Dictionary
কন্যা [ kanyā ] n a daughter; a virgin; a marriage able girl; a bride; (astrol.) the Virgo. ~কর্তা n. (in a wedding) the chief man amongst the bride's people. ~কাল n. maidenhood. ~গ্রহণ n. act of taking a girl as wife; act of receiving a girl in marriage in one's family. ~দান n. act of giving away a girl esp. a daughter in marriage; the ceremony of committing the bride into the hands of the bride groom. ~দায় n. the responsibility of arranging for the marriage of one's daughter; the state of being burdened with a marriageable daughter for whom a husband has not yet been found. ~দায়গ্রস্ত a. of one who is yet to marry off his daughter, burdened with the responsibility of arranging for the marriage of one's daughter. ~পক্ষ n. (in a wedding) the bride's people or party. ~প্রণিধি n. a girl guide. ~যাত্রী n. a wed ding-guest invited by the bride's people. ~রাশি n. (astrol.) the Virgo. ~সম্প্রদান same as কন্যাদান ।
Samsad Bangla Abhidhan
কন্যা [ kanyā ] বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ~কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ~কাল বি. নারীর অবিবাহিত কাল। ~দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ~দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ~পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ~পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ~প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ~যাত্র, ~যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ~রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)।
কান definitions

Bangla-Tangla Dictionary
কান – ear (+ দেওয়া = to pay attention)
Samsad Bengali-English Dictionary
কান [ kāna ] n the ear; sense or power of hearing; audition; heed (কথায় কান দেওয়া); an ear-like key of a violin or similar instruments; anything resembling an ear. কান কাটা v. (fig.) to defeat or supersede outright. কান কাটা যাওয়া v. to suffer deep humiliation. কান খাড়া করা v. (fig.) to prick up one's ears, to be all ears. কান ঝালাপালা করা v. to vex or annoy by deafening or discordant noise. কান দেওয়া v. to give attention or ear (to), to listen to, to pay heed (to), to lend an ear (to). কান ধরা v. to pull one's ears (as a mark of chastisement. rebuke or insult). কান না দেওয়া v. to turn a deaf ear (to), to refuse to hear, to pay no heed (to). কান পাকা v. to have pus formed within one's ear-holes. ~পাটা n. the cluster or lock of hair hanging by the side of ears, sideburns; flap of the ear, lobe of the ear. কান পাতা v. to give ear (to); to pay heed (to). কান ফুটানো, কান বিঁধানো v. to get the lobe of the ear pierced, esp. for wearing earrings. কান ভাঙানো, কান ভারী করা v. to speak to a person secretly in order to prejudice him against another, to earwig. কান মলা v. to pull one's ear, to pull one by the ear; (fig.) to put out of countenance or defeat utterly, to discomfit. কানে আঙুল দেওয়া v. to put one's fingers into one's ears (as a mark of refusal to hear). কানে ওঠা v. to reach the ears or to come to hear. কানে খাটো a. short of hearing, hard of hearing. কানে তালা লাগা v. to have one's ears deafened by loud or ear-splitting noise etc.) কানে তোলা v. to inform (against); to pay heed to. কানে ধরে বলা v. to draw one's attention with rebuke. কানে লাগা v. to sound plausible or acceptable or sweet. ~-কাটা a. shameless, brazenfaced, unblushing; thick-skinned, unperturbed by ridicule or derision. ~কুয়া , (coll.) ~কো n. the gill of a fish etc., the branchia. ~খুশকি n. an ear-pick. ~পাতলা a. apt to believe (evil reports about others) without sufficient evidence, credulous. ~ফাটা1, ~ফাটানো a. (of sounds etc.) deafening, stunning. ~ফাটা2 a. of a class of monks with their external ears split (কানফাটা যোগী). ~বালা n. an earring. ~ভাঙানি n. speaking secretly to a person in order to prejudice him or her against another, earwigging.
Samsad Bangla Abhidhan
কাণ, কাণা, কাণী [ kāṇa, kāṇā, kāṇī ] যথাক্রমে কান2, কানা ও কানি -র বর্ত. অপ্রচলিত বানানভেদ। কান1, কানু [ kāna1, kānu ] বি. কানাই, কৃষ্ণ। [প্রাকৃ. কণ্থ্ < সং. কৃষ্ণ]। কান2 [ kāna2 ] বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উৎকর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ~কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ~খুশকি, ~খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। কানাঘুষো [ kānāghuṣō ] দ্র কান2 কানু [ kānu ] দ্র কান1
ক্যানাল definitions

Samsad Bangla Abhidhan
ক্যানেল, ক্যানাল [ kyānēla, kyānāla ] বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]।
ক্যানিং definitions

Bangla-Tangla Dictionary
ক্যানিং – Canning
ক্যানেল definitions

Samsad Bangla Abhidhan
ক্যানেল, ক্যানাল [ kyānēla, kyānāla ] বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]।
ক্যাপ definitions

Samsad Bangla Abhidhan
ক্যাপ [ kyāpa ] বি. 1 পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); 2 ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; 3 শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]।
ক্যাবিন definitions

Samsad Bangla Abhidhan
কেবিন, ক্যাবিন [ kēbina, kyābina ] বি. কক্ষ, কামরা (জাহাজের ক্যাবিন)। [ইং. cabin]।
ক্যাশ definitions

Samsad Bangla Abhidhan
ক্যাশ [ kyāśa ] 1 নগদ টাকা (ক্যাশ বাক্স); 2 টাকা-পয়সা (বেড়াতে তো যাচ্ছ, সঙ্গে ক্যাশ কীরকম আছে?)। [ইং. cash]।
চক্রযান definitions

Samsad Bengali-English Dictionary
চক্র [ cakra ] n a wheel; a ring; a wheel-shaped or circular thing or course (কুম্ভকারের চক্র); anything rotating like a wheel (কালচক্র); an ancient wheel-shaped missile or discus (সুদর্শন চক্র); a wheel shaped battle-order (চক্রব্যূহ); (astr. & astrol.) the zodiac; a halo; a collection or block of neighbouring villages; an extensive state or kingdom or land (চক্রবর্তী); a circular mark (as on the hood of a snake); the hood of a snake; a conspiracy, an intrigue (দশচক্র); a cycle, a group, a faction, an association. ~গতি n. circular motion, rotation, revolution. ~চর a. vagrant. ~ধর n. an appellation of God Vishnu (বিষ্ণু) or a king or a snake. ~ধারী same as চক্রপাণি । ~নাভি n. the hub of a wheel. ~নায়ক n. leader of a group of men; commander of an army. ~নেমি a. the rim of a wheel. ~পাণি n. an appellation of Vishnu (বিষ্ণু) or Krishna (কৃষ্ণ) ~বৎ a. wheel-like, circular. ☐ adv. like a wheel; in a circular motion. ~বর্তী n. the ruler of an extensive kingdom; an emperor; a sovereign ruler. ~বাক n. the curlew or partridge or heron. fem. ~বাকী । ~বাত n. a cyclone. ~বাল n. the horizon. ~বৃদ্ধি n. (arith.) compound interest. ~ব্যূহ n. a wheel-shaped battle order. ~যান n. a wheeled vehicle. চক্ররেল n. a circular railway. দশচক্রে ভগবান ভূত (fig.) a brute majority may guillotine even God.
ধ্যান definitions

Bangla-Tangla Dictionary
ধ্যান – meditation, contemplation
Samsad Bengali-English Dictionary
ধ্যান [ dhyāna ] n meditation; absorbing religious meditation; recollection; remembrance. ধ্যান করা v. to meditate (upon); to be absorbed in religious meditation; to recollect; to remember. ~গম্ভীর a. grave and silent on account of absorption in meditation; consecrated or sanctified with holy meditation; solemnly absorbed in (spiritual) meditation ('ধ্যানগম্ভীর ঐ যে ভূধর'). ~গম্য, ~গোচর a. comprehensible or cognizable or attainable (only) through (deep) meditation. ~জ্ঞান n. meditation and cognition, thought and feeling; (loos.) sole occupation or absorption. ~তৎপর a. given to meditation; capable of being absorbed in meditation. ~ধারণা n. meditation and impression, thought and perception; idea; impression. ~নিষ্ঠ a. meditative. ~ভঙ্গ n. interruption or break of meditation (esp. a spiritual one). ~মগ্ন a. absorbed or engrossed in meditation. ~রত, ~স্থ a. engaged in meditation.
Samsad Bangla Abhidhan
ধ্যান [ dhyāna ] বি. 1 মনের স্থিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ~গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ~গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ~জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ~ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ~নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ~ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ~মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ~রত, ~স্থ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী।
ফ্যান definitions

Bangla-Tangla Dictionary
ফ্যান – rice-water
ব্যান definitions

Samsad Bengali-English Dictionary
ব্যান [ byāna ] n one of the five vital airs of a living body.
Samsad Bangla Abhidhan
ব্যান2 [ byāna2 ] বি. শরীরের পঞ্চবায়ুর অন্যতম। [সং. বি + √ অন্ + অ]।
ভ্যান definitions

Bangla-Tangla Dictionary
ভ্যান – van
Samsad Bangla Abhidhan
ভ্যান [ bhyāna ] বি. মালবহনকারী (সচ) ঢাকা গাড়ি; মালবহনকারী গাড়ি। [ইং. van]।
যান definitions

Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

2nd person respectful present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
যান [ yāna ] n a vehicle, a conveyance, a carriage (অশ্বযান); a way, a route (পিতৃযান); a way of worship (হীনযান). ~বাহন n. transport, conveyance. ~শালা n. garage. 2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost. 2nd person respectful present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যান [ yāna ] বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ~জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্থা, jam. 2nd/3rd person respectful present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 2nd person respectful present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
Off by 3 letters:
আখ্যান definitions

Samsad Bengali-English Dictionary
আখ্যা [ ākhyā ] n an appellation, a name; a title, a designation; a denomination. ~ a. named, called; entitled, designated; denominated; spoken, mentioned, said; known, renowned, celebrated. ~ n. history; a legend; a tale (esp. historical or legendary); a narrative; a story; a fable; narration, naming; act of designating or denominating. ~বস্তু n. a theme. ~পত্র n. a title-page (of a book). ~য়ক n. a narrator; a story-teller. ~য়িকা n. a tale, a story, a narrative.
Samsad Bangla Abhidhan
আখ্যা [ ākhyā ] বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ~তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ~ বি. কাহিনী, গল্প; ইতিহাস। ~য়ক বি. কথক; প্রচারক। ~য়িকা বি. কাহিনী। ~য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়। আখ্যান [ ākhyāna ] দ্র আখ্যা
আধ্যান definitions

Samsad Bengali-English Dictionary
আধ্যান [ ādhyāna ] n recollection; meditation; anxiety.
Samsad Bangla Abhidhan
আধ্যান [ ādhyāna ] বি. 1 স্মরণ, উৎকণ্ঠার সঙ্গে স্মরণ; 2 চিন্তন; 3 উৎকণ্ঠা। [সং. আ + √ ধৈ + অন]।
উদ্যান definitions

Bangla-Tangla Dictionary
উদ্যান – park, garden
Samsad Bengali-English Dictionary
উদ্যান [ udyāna ] n a garden; a grove; a greenhouse; a park. ~পাল, ~পালক n. a keeper or caretaker of a garden, a gardener; a horticulturist. ~পালন n. gardening; horticulture. ~বাটি, ~বাটিকা n. a gardenhouse; a villa. ~বিদ্যা n. horticulture; gardening. ~বীথি n. a garden-path. ~রক্ষক n. one who looks after a garden, a gardener. ~সম্মেলন n. a garden party.
Samsad Bangla Abhidhan
উদ্যান [ udyāna ] বি. বাগান, বাগিচা; উপবন। [সং. উৎ + √ যা + অন]। ~পাল, ~পালক, ~রক্ষক বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী। ~বাটিকা বি. বাগানবাড়ি।
ঐক্য definitions

Bangla-Tangla Dictionary
ঐক্য – unity, agreement
Samsad Bengali-English Dictionary
ঐক্য [ aikya ] n unity, union; concord; agreement. ~বদ্ধ a. united, combined. ~সাধন n. act of establishing unity or concord or agreement (between or amongst). ঐক্যসাধন করা v. to establish unity or concord or agreement (between or amongst.) ঐক্যাভাব n. lack of unity or integration.
Samsad Bangla Abhidhan
ঐক্য [ aikya ] বি. একতা (জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক ঐক্য, ঐক্যের বন্ধন); মিল, একত্ব, অভিন্নতা (ভাবের ঐক্য)। [সং. এক + য]।
ঐক্যসাধন definitions

Samsad Bengali-English Dictionary
ঐক্য [ aikya ] n unity, union; concord; agreement. ~বদ্ধ a. united, combined. ~সাধন n. act of establishing unity or concord or agreement (between or amongst). ঐক্যসাধন করা v. to establish unity or concord or agreement (between or amongst.) ঐক্যাভাব n. lack of unity or integration.
কথ্য definitions

Samsad Bengali-English Dictionary
কথ্য [ kathya ] a worthy of being spoken or told, speakable, utterable; that which is to be spoken or told; colloquial (কথ্য ভাষা).
Samsad Bangla Abhidhan
কথ্য [ kathya ] বিণ. 1 বলার যোগ্য বা বলা উচিত এমন; কথনীয়, বক্তব্য; 2 কথাবার্তায় ব্যবহৃত (কথ্যভাষা)। [সং. √ কথ্ + য]।

Processing time: 0.72 s