Off by 2 letters:
বনে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of বনা: বনা – to become harmonious

perfective participle of বনা:
বনা – to become harmonious

Samsad Bangla Abhidhan
3rd person ordinary present simple tense of বনা: বনা [ banā ] ক্রি. 1 পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); 2 সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, 'হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ': অ. রা.); 3 বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]। perfective participle of বনা: বনা [ banā ] ক্রি. 1 পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); 2 সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, 'হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ': অ. রা.); 3 বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]।
বলাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বলানো: বলানো – to cause to speak
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বলানো: বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বলানো: বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।
বসাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বসানো: বসানো – to cause to sit
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বসানো: বসা2 [ basā2 ] v to sit, to take one's seat; to be in stalled (গদিতে বসা); to be established or founded (গ্রামে গ্রামে স্কুল বসা); to start, to commence (আমাদের স্কুল এগারোটায় বসে); to freeze, to congeal, to solidify (দই বসা); to accumulate or settle (বুকে সর্দি বসা); to fit (মাথায় টুপি বসা); to be imposed or levied (ট্যাকস বসা); to enter (পেরেক বসা); to pierce (ছুরি বসা দাঁত বসা); to stick or to get stuck (কাদায় গাড়ির চাকা বসা); to be imprinted (দাগ বসা); to be soaked (in) (গায়ে জল বসা); to be applied closely, to be attracted (মন বসা); to be wizened, to look haggard (চোখমুখ বসা); to become hoarse (স্বর বসা); to wait (তুমি একটু বসো); to come to stay or re side (প্রজা বা ভাড়াটে বসা); to been gaged in (বিচারে বসা); to do or commit something suddenly (করে বসা, বলে বসা) ☐ a. seated; frozen, congealed, solidified; wizened, haggard; hoars ened; sunken; depressed (বসা জমি); requiring much sitting, sedentary বসা কাজ); unemployed (তার সব ছেলেই বসা). বসানো v. to cause to sit, to seat; to establish or found; to cause to congeal, to congeal, to freeze, to solidify; to impose or levy; to drive into, to enter; to pierce with; to imprint; to cause to be soaked (in); to apply closely; to cause to stay or reside; to engage; to set or stud with, to inlay (আংটিতে পাথর বসানো); to place or put (উনুনে হাঁড়ি বসানো); to implant, to deal (চড় বসানো). একেবারে মায়ের মুখ বসানো to be the image of one's mother. বসার ঘর a sitting room; a drawing room. বসে থাকা v. to be sitting; to remain sitting; to wait (for); to be unemployed; to be without work; to pass time in laziness, to laze. বসে পড়া v. to sit down; to be utterly disappointed (ফেল করে সে বসে পড়ল); to be ruined utterly (মামলায় হেরে সে বসে পড়ল). বসে বসে adv. by waiting for a long time (বসে বসে বেলা গেল); in an unemployed state, doing nothing; idly (বসে বসে খাওয়া). বসে যাওয়া v. (of land etc.) to sink, to become depressed; to be ruined; to desist or rest (আর খেলিস না-বসে যা); to stop (বাধা পড়েছে-বসে যাও).
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বসানো: বসা2 [ basā2 ] ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্থায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্থাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্থাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাৎ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্থাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুৎসাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবৎ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)।
বাইতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাওয়া: বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বাছতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাছা: বাছা – to choose, to select
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাছা: বাছা2 [ bāchā2 ] v to choose, to select; to pick and choose; to sort out or separate (ভালো মন্দ বাছা, খুদ বাছা); to eliminate unwanted elements from (চাল বাছা); to pick and eliminate or kill (উকুন বাছা). ☐ a. chosen, selected; sorted; freed from unwanted elements; choice, select (বাছা বাছা লোক = chosen or selected persons).
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাছা: বাছা2 [ bāchā2 ] ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণ দোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। ☐ বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ~ বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। ☐ বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ~নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ~বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ~বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া।
বাজতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাজা: বাজা – to ring, to emit sound
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাজা: বাজা [ bājā ] v to sound or be sounded (মোটরের হর্ন বাজা); to ring or be rung, to toll (ঘন্টা বাজা); to be played on (বীণা বাজা); to be beaten (ঢাক বাজা); to strike (ঘড়ি বাজা, তিনটে বাজা); to be announced by a sound (প্রহর বাজা); to be felt (হাতে বাজ); to jar on (কানে বাজা); to smart or pain (মনে বাজা). ঘড়ি বাজে the clock chimes or strikes. ঘড়িতে একটা বাজে the clock strikes one, it is one o'clock. স্কুলের ঘন্টা বাজ the school-bell goes.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাজা: বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ~নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।
বাটতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাটা: বাটা – to grind into paste (eg, with a grinding stone), paste
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাটা: বাটা5 [ bāṭā5 ] v to turn into paste by rolling (spices etc.) on a flat mortar with a pestle. ☐ a. (spices etc.) thus reduced to or turned into paste (বাটা মশলা).
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাটা: বাটা5 [ bāṭā5 ] ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। ☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন > বট্টন > বাটা]। ~নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
বাত definitions

Samsad Bengali-English Dictionary
বাত1 [ bāta1 ] n word, speech (লম্বা বাত); news, information ('পুছে বাত'). বাত2 [ bāta2 ] n wind; air; rheumatism; rheum. ~কর্ম n. farting; a fart. ~গহ্বর n. an air pocket. ~গ্রস্ত a. rheumatic. ~চক্র n. windmill. ~ঘ্ন a. curing rheumatism or lymphatic disorders. ~জ, ~জনিত a. rheumatic. ~জ্বর n. rheumatic fever. ~পৈত্তিক a. rheumatic and biliary. ~বেদনা n. rheumatic pain. ~ব্যাধি n. rheumatism. ~ব্যধিগ্রস্ত a. rheumatic. ~রক্ত n. a kind of blood-poisoning. ~রোগ n. rheumatism. ~রোগাগ্রস্ত a. rheumatic. ~শূল n. neuralgia. ~শোষক n. (bot.) an aspirator.
Samsad Bangla Abhidhan
বাত1 [ bāta1 ] বি. 1 কথা, বাক্য ('শুনিতে তাহারি বাত': চণ্ডী); 2 (বিদ্রুপে) গালভরা কথা, বড়ো বড়ো কথা (আর বাত দিয়ো না); 3 খবর, সংবাদ ('ঘরে বসে পুছে বাত': খ. ব.)। [সং. বার্তা]। বাত2 [ bāta2 ] বি. 1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত); 2 রোগবিশেষ (গেঁটে বাত); 3 দেহস্থ ধাতুবিশেষ (বাত পিত্ত-কফ)। [সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]। ~কর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্থ দুর্গন্ধযুক্ত বায়ু। ~গ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত। ~রক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ। ~ বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত।
বাতলে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of বাতলানো: বাতলানো – to indicate, to convey
Samsad Bengali-English Dictionary
perfective participle of বাতলানো: বাতলানো [ bātalānō ] v to suggest; to point out; to devise. ☐ a. suggested; devised.
Samsad Bangla Abhidhan
perfective participle of বাতলানো: বাতলা [ bātalā ] ক্রি. বাতলানো, বলে দেওয়া। [হি. বাত্লানা]। ~নো ক্রি. বি. বলে বা বুঝিয়ে দেওয়া ('না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কী খেলে': সু.রা.)। ☐ বিণ. উক্ত অর্থে।
বাধতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাধা: বাধা – to ensue
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাধা: বাধা [ bādhā ] v to stick (কাঁটায় কাপ়ড় বাধা); to be obstructed or opposed (ধর্মে বাধে); to come to happen, to ensue or begin (লড়াই বাধা); to find it difficult or impossible (বুঝতে বাধে). ☐ n. an obstacle, a hindrance, an impediment; a hitch; a prohibition; prevention; obstruction; resistance; a trouble. বাধা দেওয়া v. to obstruct, to hinder, to impede; to resist; to prevent; to oppose. বাধা পাওয়া v. to be obstructed or hindered or impeded or resisted or prevented. জনক, দায়ক a. obstructive, resistive; resistant; prohibitive, preventive. দান n. obstructing, impeding; resisting; preventing; obstruction; resistance; prevention. নিষেধ n. prohibition; hindrance; impediment; prevention. ~নো v. to cause to stick; to bring about; to initiate, to start, to involve, to set (লড়াই বাধানো). প্রাপ্ত a. obstructed; impeded; hindered; frustrated; resisted; prevented. বন্ধ n. hindrance, impediment; obstruction; obstacle. বন্ধহারা, বন্ধহীন a. having no obstacles or hindrances, without any impediment; unimpeded; unobstructed. বিঘ্ন n. impediments, obstacles, obstructions, snags. হীন same as বাধাবন্ধহীন ।
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাধা: বাধা3 [ bādhā3 ] ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। ☐ বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।
বান definitions

Bangla-Tangla Dictionary
বান – flood

2nd/3rd person respectful present simple tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

2nd person respectful present imperative tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

Samsad Bengali-English Dictionary
বান1 [ bāna1 ] n the eel, (cp.) the lamprey. 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2 2nd person respectful present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). 2nd person respectful present imperative tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
বান1 [ bāna1 ] (-বৎ) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)। স্ত্রী. ~বতী (বেগবতী, ফলবতী)। বান2 [ bāna2 ] বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাৎ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [< সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। ~ভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 2nd/3rd person respectful present simple tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]। 2nd person respectful present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 2nd person respectful present imperative tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।
বানকে definitions

Samsad Bangla Abhidhan
বানকে [ bānakē ] বিণ. (আঞ্চ.) অত্যধিক বায়না করে এমন (বানকে ছেলে)। [দেশি-তু. বায়নাক্কা]।
বাড়তে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাড়া: বাড়া – to increase
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাড়া: বাড়া1 [ bāṛā1 ] v to proceed, to go. আগে বাড়া v. to go forward or ahead, to advance. imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাড়া: বাড়া2 [ bāṛā2 ] v to grow up, to develop (গাছ বাড়া); to increase (লোক বাড়া); to augment (বিপদ বাড়া); to be expanded (রাজ্য বাড়া); to aggravate (রোগ বাড়া); to flourish, to thrive (ধনসম্পদ বাড়া); to mend or sharpen (পেনসিল বাড়া); to grow audacious (বদমাশটা বড় বেড়েছে); to serve on a dinner-plate (ভাত বাড়া). ☐ a. mended; served on a dinner-plate; more or greater than ('সে মাটি মায়ের বাড়া'). বাড়ানো v. to develop; to increase; to multiply (বংশ বাড়ানো); to augment; to expand; to aggravate; to cause to mend or sharpen; to stretch; to extend, to crane (হাত বাড়ানো, গলা বাড়ানো); to cause to serve on a dinner-plate; to exalt or extol unduly or give undue importance to (অযোগ্য লোককে বাড়ানো); to exaggerate (বাড়িয়ে লেখা); to over-indulge (ছেলেটাকে সে বাড়িয়েছে); to enhance falsely (বয়স বাড়ানো). ~বাড়ি n. excess; immoderation; intemperance; overmuchness; aggravation (রোগের বাড়াবাড়ি). বাড়াবাড়ি করা v. to go beyond the limit. বাড়াবাড়ি হওয়া v. to be aggravated; to be in excess. বাড়া ভাতে ছাই দেওয়া v. (fig.) to frustrate or foil somebody's hopes or plans almost at the point of success.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of বাড়া: বাড়া [ bāṛā ] ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। ☐ বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্থা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্থা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ~বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া।
Off by 3 letters:
-বান definitions

Bangla-Tangla Dictionary
-বান – suffix for possessing a quality
অবঘাতন definitions

Samsad Bengali-English Dictionary
অবঘাত [ abaghāta ] n a fatal blow; unnatural death. ~ n. dealing one a fatal blow; (arith.) evolution. অবঘাতী a. one who or that which deals one a fatal blow or causes unnatural death.
অবাত definitions

Samsad Bangla Abhidhan
অবাত [ abāta ] বিণ. বায়ুশূন্য, বাতাস নেই এমন। [সং. ন + বাত (=বতাস)]।
উবতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of ওবা: ওবা – to vanish
ঘাতন definitions

Samsad Bengali-English Dictionary
ঘাত [ ghāta ] n a stroke, a blow; a beating; a wound, a sore, an ulcer; malice; slaughter; killing; murder; (math.) a power. ~ n. a slayer, a killer; a murderer; an executioner. ~চিহ্ন n. (math.) an index. ~ n. act of causing to kill or murder or beat; an implement for beating or killing with; a weapon; slaughter; murder; sacrificial slaughter; immolation; a stroke, a blow. ☐ a. one who or that which slays or murders, slaying or murdering. ~-প্রতিঘাত n. action and reaction; striking and restrik ing, blows and counterblows. ~বল n. (sc.) impulsive force. ~শ্রেণি n. (sc.) power series. ~সহ a. capable of bearing strokes and strains; malleable. ~স্থান n. a place of execution, an execution dock; a gallows-lee; a slaughter-house.
Samsad Bangla Abhidhan
ঘাত [ ghāta ] বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ~ বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ~চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ~1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ~2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। ☐ বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ~সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনীঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য।
চিবাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চিবানো: চিবানো [variant of চেবানো]; to chew, to chew on
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চিবানো: চিবনো, চিবানো [ cibanō, cibānō ] v to chew, to masticate. ☐ a. chewed, masticated. কড়্মড়্ করে চিবানো v. to crunch. হামহাম করে চিবানো v. to munch.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চিবানো: চিবা [ cibā ] ক্রি. চর্বণ করা। [সং. √চর্ব্ + বাং. আ]। ~নো, চিবোনো ক্রি. চর্বণ করা (বাদাম চিবোচ্ছে, এত শক্ত পেয়ারা চিবানো যায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। চিবিয়ে চিবিয়ে কথা বলা ক্রি. বি. বক্তব্য পরিষ্কার করে না বলা। চিবুনি বি. চর্বণ।
চেবাতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চেবানো: চেবানো – to chew, to chew on

Processing time: 0.77 s