Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বদ্ধ definitions
Samsad Bengali-English Dictionary
বদ্ধ [ baddha ] a tied, bound, fastened; bound by an obligation (প্রতিজ্ঞাবদ্ধ) ; interwoven, dressed, put up (বদ্ধকবরী) ; shut, closed (বদ্ধদ্বার) ; confined, imprisoned, encaged (বদ্ধসিংহ) ; entrapped, ensnared (বদ্ধ মৃগ) ; caught in (পাশবদ্ধ) ; clasped (আলিঙ্গনে বদ্ধ) ; restrained, arrested (বদ্ধ স্রোত) ; stagnant (বদ্ধ জল) ; joined together (বদ্ধপাণি, একতাবদ্ধ) ; placed, put, arrayed, well-ordered (শ্রেণিবদ্ধ) ; firm (বদ্ধমূল) ; deep-rooted, deep-seated (বদ্ধ ধারনা) ; downright, thorough, confirmed, stark (বদ্ধ পাগল) ; (arith.) concrete (বদ্ধসংখ্যা). ~দৃষ্টি n. a fixed or steadfast look, a gaze. ~পরিকরn. firmly resolved; determined; resolute; girdled. বদ্ধ পরিকর হওয়াv. to be firmly resolved; to gird up one's loins, to gird oneself up. বদ্ধ পাগল crazy to the extreme. ~মুষ্টিa. having closed or clenched one's palm; (fig.) close-fisted, niggardly, miserly. ~মূলa. deep rooted, deep-seated. বদ্ধাঞ্জলি হওয়াv. to fold or join one's palms. বদ্ধাধানn. (phys.) a bounded charge.
Samsad Bangla Abhidhan
বদ্ধ [ baddha ] বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। ~দৃষ্টি বি. স্থির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। ☐ বিণ. স্থির দৃষ্টিসম্পন্ন। ~পরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। ~মুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। ~মূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। ~মৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন।