সাধনে definitions

Bangla-Tangla Dictionary
locative of সাধন: সাধন – execution of a task (+ করা = to execute something)
Samsad Bengali-English Dictionary
locative of সাধন: সাধন [ sādhana ] n austere endeavour; austere ascetic practice; worship of God; worship; performance, accomplishment; realization or attainment; a means, an instrument, a tool. সাধন করা v. to per form or accomplish or realize or attain esp. by dint of austere or arduous endeavour. ~পত্র n. an instrument. ~প্রক্রিয়া n. the mode of worship of God; the mode of accomplishment. ~ভজন n. religious prayer or meditation and worship. locative of সাধন: সাধনা [ sādhanā ] n same as সাধন , and—austere or arduous practice (সংগীত সাধনা); austerities; an object to attain for which an arduous endeavour is being made (আমাদের সাধের সাধনা); an austere vow or difficult goal (ভারতের সাধনা); importunity (সাধ্যসাধনা). সাধন করা v. to endeavour austerely or arduously; to be engaged in austere ascetic practice; to worship God; to practice austerely or arduously; (rare) to importunate.
Samsad Bangla Abhidhan
locative of সাধন: যোগ [ yōga ] বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্থা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথি নক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ~ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ~দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ~নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্থা, যোগরূপ নিদ্রা। ~ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ~বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ~বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ~ব্যায়াম বি. যৌগিক আসন। ~ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ~ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ~মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ~মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ~যুক্ত বিণ সমাধিযুক্ত। ~রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ~শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্থ। ~সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।~সাধন, ~সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ~সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ~সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। locative of সাধন: সাধন [ sādhana ] বি. 1 উপাসনা, আরাধনা (তান্ত্রিক সাধন, 'পূজনসাধনহীন'); 2 উপায়, সহায়; 3 করণ, যার দ্বারা কার্য নিষ্পন্ন হয়; 4 সম্পাদন, নিষ্পাদন (উৎকর্ষ সাধন, অসাধ্যসাধন); 5 সিদ্ধি (বৈরাগ্য সাধন); 6 সাফল্য (মন্ত্রের সাধন)। [সং. √ সাধ্ বা √ সাধি + অন]। ~প্রক্রিয়া বি. উপাসনার পদ্ধতি বা নিয়ম। ~মার্গ বি. ভক্তির পথ।

Processing time: 1.34 s