সাড়া definitions

Bangla-Tangla Dictionary
সাড়া – response, reaction (+ দেওয়া = to respond)
Samsad Bengali-English Dictionary
সাড়া [ sāṛā ] n sound, noise; response, answer; reaction, response (উদ্ভিদের সাড়া); great animation or hubbub or noise, excitement (সাড়া পড়েছে); voice, speech or word (মুখে সাড়া নেই); sign of existence, throbbing (প্রাণের সাড়া). সাড়া দেওয়া v. to respond, to answer; to react or respond. ~শব্দ almost same as সাড়া ।
Samsad Bangla Abhidhan
সাড়া [ sāṛā ] বি. 1 শব্দ (কোথাও কোনো মানুষের সাড়া নেই); 2 আহ্বানের উত্তর (ডাকলে সাড়া দেয় না); 3 চেতনাসূচক প্রতিক্রিয়া, response (উদ্ভিদের সাড়া); 4 চাঞ্চল্য, শোরগোল (দেশে সাড়া পড়েছে); 5 বাক্স্ফূর্তি, স্বর (মুখে সাড়া নেই); 6 অস্তিত্বসূচক চাঞ্চল্য, স্পন্দন (অনুভূতিতে সাড়া দেওয়া); 7 চেতনা। [সং. স্বর > সড়]। ~শব্দ বি. কোনোপ্রকার শব্দ; সচেতনতার লক্ষণ ও শব্দ।

Processing time: 1.27 s