সম্পাদকীয় definitions

Bangla-Tangla Dictionary
সম্পাদকীয় – editorial
Samsad Bengali-English Dictionary
সম্পাদক [ sampādaka ] a performing, accomplishing, executive (সম্পাদক সমিতি = an executive committee); editing. ☐ n. a per former, an accomplisher; an executive; a secretary (সমিতির সম্পাদক); an editor (fem. editress). সম্পাদকীয় a. editorial. ☐ n. an editorial leader. সম্পাদকীয় প্রবন্ধ an editorial, a leader. সম্পাদকীয় স্তম্ভ an editorial column.
Samsad Bangla Abhidhan
সম্পাদক [ sampādaka ] বিণ. নির্বাহক, নিষ্পাদক। ☐ বি. 1 প্রতিষ্ঠানাদির প্রধান, কর্মসচিব, secretary; 2 গ্রন্থ অথবা সংবাদপত্রাদির লেখার ব্যাপারের পরিচালক বা প্রধান লেখক, editor. [সং. সম্ + √ পদ্ + ণিচ্ + অক]। স্ত্রী. সম্পাদিকা। বি. ~তাসম্পাদকীয় বিণ. 1 সম্পাদক-সম্বন্ধীয়; 2 সম্পাদক কর্তৃক লিখিত। ☐ বি. পত্রিকাদিতে সম্পাদক কর্তৃক লিখিত প্রবন্ধ, editorial.

Processing time: 1.27 s