লেখে definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present simple tense of লেখা: লেখা – to write
Samsad Bengali-English Dictionary
locative of লেখ: লেখ [ lēkha ] n a piece of writing; an epistle, a letter; a graph.
Samsad Bangla Abhidhan
locative of লেখ: লেখ [ lēkha ] বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। ~মালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ। 3rd person ordinary present simple tense of লেখা: লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্থাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। ☐ বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।

Processing time: 1.31 s