Dictionaries → Search → লালরঙের
Off by 4 letters:
এলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of এলানো:
এলানো
– to be dishevelled
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of এলানো:
এলানো [ ēlānō ] v to dishevel or be dishevelled, to loosen; to slacken; to relax; to lounge, to recline; (of paddy) to turn over and spread out. ☐ a. dishevelled, hanging loose; relaxing; lounging; reclining.
গলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of গলানো:
গলানো
– to cause to melt, to cause to pass through
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of গলানো:
গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত).
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of গলানো:
গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
টলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of টলানো:
টলানো
– to shake something, to dislodge
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of টলানো:
টলা [ ṭalā ] v to waver, to vacillate (মন টলা); to stagger, to totter (পা টলা); to shake, to quake (পৃথিবী টলা); to tumble, to be dislocated or displaced (সিংহাসন টলা, টলে পড়া); to be otherwise; to be retracted (কথা টলা); to tend to defect (দলের লোক টলা). ☐ n. wavering, vacillation; stagger, tottering; shake, quake, tumble, dislocation, displacement; change or retraction or non-compliance; flinching. টলানো v. to cause to waver or vacillate; to cause to stagger or totter; to shake or quake; to cause to tumble, to dislocate or displace; to cause to retract, to cause to go back upon; to cause to flinch or defect.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of টলানো:
টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্থানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্থানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
তলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of তলানো:
তলানো
– to sink
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of তলানো:
তলানো [ talānō ] v to sink (down), to be drowned (জাহাজখানা সমুদ্রে তলিয়ে গেল); to go to the bottom (তলিয়ে বোঝা, তলিয়ে দেখা); to be engrossed or absorbed in (চিন্তায় তলানো); to go down into, to be digested (পেটে তলানো). তলিয়ে দেখা v. to see or judge thoroughly. তলিয়ে বোঝা v. to realize or understand thoroughly. পেটে না তলানো v. not to be accepted in the stomach; not to be digested; to be vomited out; (fig.) not to be able to keep a secret.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of তলানো:
তলানো [ talānō ] ক্রি. 1 ডুবে যাওয়া, জলের নীচে যাওয়া (নৌকাটা নিমেষে তলিয়ে গেল); 2 অন্তরে বা ভিতরে প্রবেশ করা, ভালোভাবে উপলব্ধি করা; গূঢ় মর্ম বোঝা (কথাটা তলিয়ে দেখো, ব্যাপারটা তলিয়ে দেখলে না); 3 পেটে থাকা, বমি না হওয়া (পেটে কোনো খাবারই তলায় না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তল দ্র]।
পলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of পলানো:
পলানো
– to escape [archaic]
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of পলানো:
পলানো, পালানো [ palānō, pālānō ] ক্রি. পলায়ন করা। ☐ বি. পলায়ন। ☐ বিণ. পলায়িত; পলাতক, পালিয়ে গেছে এমন। [পলা দ্র]।
ফলারে definitions
Samsad Bengali-English Dictionary
ফলার [ phalāra ] n a meal consisting of vegetarian food other than rice; act of eating such a meal. ফলার করা v. to take such a meal. ফলারে a. given to eating such meals.
Samsad Bangla Abhidhan
ফলার [ phalāra ] বি. 1 ভাত ছাড়া অন্য নিরামিষ দ্রব্য; 2 ফল চিঁড়ে দই মিঠাই বা লুচি ইত্যাদি খাবার; 3 ওইরকম খাদ্য খাওয়া। [সং. ফলাহার]। ফলারে বিণ. ফলার করতে পটু বা ফলার খেতে ভালোবাসে এমন (ফলারে বামুন)।
ফলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of ফলানো:
ফলানো
– to cause to bear fruit
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of ফলানো:
ফলানো [ phalānō ] v to fructify (আমগাছে জাম ফলানো) ; to grow (ধান ফলানো) ; to exaggerate or magnify (লেখায় রং ফলানো) ; (facet.) to assert oneself (নে, আর ফলাসনি) ।
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of ফলানো:
ফলানো [ phalānō ] ক্রি. বি. 1 উৎপাদন করা, জন্মানো (ফসল ফলানো); 2 ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো); 3 জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। ☐ বিণ. উৎপাদিত; পরিস্ফুট করা হয়েছে এমন; জাহির করা হয়েছে এমন। [সং. ফল + বাং. আনো]।
বলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of বলানো:
বলানো
– to cause to speak
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of বলানো:
বলানো [ balānō ] v to make one say or speak or tell or confess or divulge.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of বলানো:
বলা2 [ balā2 ] ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্থা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। ☐ বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। ☐ বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ > প্রাকৃ. বোল্ল > √ বল্ তু. হি. বোলনা]। ~কওয়া, ~কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ~নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। ~বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)।
লাগলে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of লাগা:
লাগা
– to be felt, to start doing something, to hurt, to be hurt, to pick a fight
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of লাগা:
লাগা [ lāgā ] v to contact, to touch (গায়ে হাওয়া লাগা)); to be smeared or soiled with (কাদা লাগা); to be attached or affixed; to catch (আগুন লাগা); to touch at, to stop at (তীরে জাহাজ লাগা); to stop or park (গাড়ি লাগা); to join (চাকরিতে লাগা); to begin, to start, to commence (গ্রহণ লাগা); to form (ভিড় লাগা); to be engaged in, to set to (খেতে লাগা); to be felt (as) (ভালো লাগা, গরম লাগা); to feel pain (আমার লাগছে); to be felt as painful (ফোড়াটায় লাগছে); to fit or suit, to be appropriate (শব্দটা ওখানে লাগবে না); to be considered equal, to compete with (ধ্রুপদের কাছে কি অন্য গান লাগে); to re quire, to need (দু-দিন লাগবে); to cost (একশো টাকা লেগেছে); to work (ওষুধটা লেগেছে); to come true (ভবিষ্যত্দ্বাণী লেগেছে); to begin to quarrel (দু-পক্ষে লেগেছে); to be held (এখানে মেলা লাগবে); to pester, to tease (তার পিছনে লেগো না); to pursue, to chase, to hound, to follow, to shadow (পিছনে পুলিশ লেগেছে); to be attracted (কাজে মন লাগা); to pierce (বুকে তির লাগা); to strike, to hit (ঘুসি লাগা, চোট লাগা); to stick (গলায় কাঁটা লাগা); to fall under the evil influence of (এঁড়ে লাগা, শনি লাগা); to be seized with (ভিরমি লাগা). লেগে থাকা v. to stick; to pursue doggedly or resolutely.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of লাগা:
লাগানো [ lāgānō ] ক্রি. বি. 1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো); 2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো); 3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো); 4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো); 5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো); 6 রোপণ করা (গাছের চারা লাগানো); 7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো); 8 প্রয়োগ করা (ঘা কতক লাগানো); 9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে); 1 ব্যয় করা (সময় লাগানো); 11 মনে উৎপাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো); 12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে); 13 বন্ধ করা (দরজাটা লাগিয়ে দাও)। লাগা দ্র। লাগানি বি. গোপন নালিশ, চুকলি। লাগানি-ভাঙানি বি. গোপনে অন্যের নিন্দা করে মন বিগড়ে দেওয়া।
conditional participle and 2nd person ordinary past simple tense of লাগা:
লেগে যাওয়া [ lēgē yāōẏā ] ক্রি. বি. 1 হঠাৎ ব্যাথা লাগা; 2 খেটে যাওয়া (তাঁর কথাটা লেগে যাবে ভাবিনি)। [লাগা দ্র]।
লাল definitions
Bangla-Tangla Dictionary
লাল
– red
Samsad Bengali-English Dictionary
লাল2 [ lāla2 ] a. & n red. ☐ a. reddened; flushed. লাল করা v. to redden; to dye or paint red. ~ফিতে n. (fig.) official delay; redtapism. লাল বাতি জ্বালা to go into liquidation. লাল হওয়া v. to redden; to flush; (fig.) to flourish; to become rich.
Samsad Bangla Abhidhan
লাল1 [ lāla1 ] বি. 1 লালা, সচরাচর শিশুদের এবং লোভে বড়োদের মুখনিঃসৃত রসবিশেষ; 2 থুতু। [সং. লালা]।
লাল2 [ lāla2 ] বিণ. (নামের যোগে) সুন্দর; প্রিয় (নন্দলাল, লালচাঁদ, লালগোপাল)। [হি. লাল]।
লাল3 [ lāla3 ] বি. বিণ. রক্তবর্ণ, লোহিত (লাল কাপড়)। [ফা.]। চে বিণ. ঈষৎ রক্তবর্ণ। ~ঝাণ্ডা বি. 1 লাল রঙ্গের পতাকা; 2 কমিউনিস্ট দলের প্রতীক লাল পতাকা। ~মুখ বিণ. রক্তবর্ণ মুখযুক্ত। ☐ বি. 1 রক্তবর্ণ মুখ; 2 (আল.) মর্কট, বাঁদর; 3 সাহেব। চোখ লাল করা ক্রি. বি. রাগ দেখানো।
লালচে definitions
Bangla-Tangla Dictionary
লালচে
– reddish
Samsad Bengali-English Dictionary
লালচে [ lālacē ] a reddish.
লড়ালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of লড়ানো:
লড়ানো
– to cause to fight
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of লড়ানো:
লড়া [ laṛā ] v to fight; to encounter; to wrestle; to contend, to vie. লড়াই n. a fight, an encounter, an engagement; a battle, a war; a wrestling encounter or match; contention, vying. ~ইয়ে almost obs. var. of লড়িয়ে । ~কু a. fond of or in the habit of fighting, pugnacious. ~নো v. to cause to fight or contend or vie; to set by the ears. ~লড়ি n. mutual or repeated fight or quarrel or contention or vying; a scuffle or skirmish.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of লড়ানো:
লড়া2 [ laṛā2 ] ক্রি. বি. 1 ষুদ্ধ করা বা পরস্পর শক্তিপরীক্ষা করা (কার সঙ্গে লড়ব, লড়ে যাও)। [হি. √ লড়তু. সং. লড্]। ~ই বি. যুদ্ধ; পরস্পর শক্তিপরীক্ষা। ~কু বিণ. যুদ্ধের বা প্রতিযোগিতায় বা বিবাদে উৎসাহী এবং সহজে পিছিয়ে যায় না এমন (লড়াকু মেজাজ)। ~নো ক্রি. বি. লড়াই করানো, লড়াই লাগিয়ে বা নামিয়ে দেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। ~য়ে, লড়াইয়ে বিণ. 1 লড়াইকারী, জঙ্গি; 2 যুদ্ধপ্রিয়। ~লড়ি বি. পরস্পর লড়াই; দৌড়াদৌড়ি। লড়িয়ে বিণ. লড়াইপ্রিয় বা লড়াইয়ে পটু।
Off by 5 letters:
আগলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of আগলানো:
আগলানো
– to protect (PAP + রাখা = to keep safe and protected)
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of আগলানো:
আগলা2, আগলানো [ āgalā2, āgalānō ] v to restrain; to guard; to keep watch over; to manage or protect (সম্পত্তি আলগানো).
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of আগলানো:
আগলা2 [ āgalā2 ] ক্রি. আগলানো -র কোমল রূপ।
conditional participle and 2nd person ordinary past simple tense of আগলানো:
আগলানো [ āgalānō ] ক্রি. 1 আটক করা; 2 পাহারা দেওয়া, সামলানো। ☐ বি. উক্ত অর্থে (ছেলে আগলানোর লোক)। [বাং. √ আগ্লা + আনো]।
আলাল definitions
Samsad Bengali-English Dictionary
আলাল [ ālāla ] n a wealthy man. fem. আলালী । আলালের ঘরের দুলাল a pampered boy or young man of a rich family spoilt by over-indulgence.
Samsad Bangla Abhidhan
আলাল [ ālāla ] বিণ. ধনী। [হি. আলাল (অকর্মণ্য) -তু. হি. লাল]। আলালের ঘরের দুলাল বড়লোকের ঘরের আদুরে এবং বয়ে-যাওয়া ছেলে।
এলাইলে definitions
Bangla-Tangla Dictionary
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of এলানো:
এলানো
– to be dishevelled
Samsad Bengali-English Dictionary
shadhu conditional participle and 2nd person ordinary past simple tense of এলানো:
এলানো [ ēlānō ] v to dishevel or be dishevelled, to loosen; to slacken; to relax; to lounge, to recline; (of paddy) to turn over and spread out. ☐ a. dishevelled, hanging loose; relaxing; lounging; reclining.
এলাল definitions
Bangla-Tangla Dictionary
3rd person ordinary past simple tense of এলানো:
এলানো
– to be dishevelled
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past simple tense of এলানো:
এলানো [ ēlānō ] v to dishevel or be dishevelled, to loosen; to slacken; to relax; to lounge, to recline; (of paddy) to turn over and spread out. ☐ a. dishevelled, hanging loose; relaxing; lounging; reclining.
এলালেন definitions
Bangla-Tangla Dictionary
2nd/3rd person respectful past simple tense of এলানো:
এলানো
– to be dishevelled
Samsad Bengali-English Dictionary
2nd/3rd person respectful past simple tense of এলানো:
এলানো [ ēlānō ] v to dishevel or be dishevelled, to loosen; to slacken; to relax; to lounge, to recline; (of paddy) to turn over and spread out. ☐ a. dishevelled, hanging loose; relaxing; lounging; reclining.
কচলালে definitions
Bangla-Tangla Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of কচলানো:
কচলানো
– to rub
Samsad Bengali-English Dictionary
conditional participle and 2nd person ordinary past simple tense of কচলানো:
কচলানো [ kacalānō ] v to wring, to squeeze; to rub; (rare.) to higgle.
Samsad Bangla Abhidhan
conditional participle and 2nd person ordinary past simple tense of কচলানো:
কচলা [ kacalā ] ক্রি. (প্রধানত ধোয়ার সময়) রগড়ানো, চটকানো। ~নি বি. রগড়ানো, চটকানো; রগড়ানো বা চটকানো জিনিস। ~নো বিণ. রগড়ানো বা চটকানো হয়েছে এমন। ☐ বি. চটকানো বা রগড়ানো। [হি. কুচলানা]।
কলার definitions
Bangla-Tangla Dictionary
কলার
– collar [English]
Samsad Bengali-English Dictionary
কলার [ kalāra ] n a collar. কলার তোলা v. to turn up one's collar.
Samsad Bangla Abhidhan
কলার [ kalāra ] বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ। [ইং. collar]।
কারে definitions
Samsad Bangla Abhidhan
সহ [ saha ] অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। ☐ বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। ~কর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. ~কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. ~কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) ~কারিণী। কারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। ~গ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। ~গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। ~গামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) ~গামিনী। ~চর, ~চারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি. (স্ত্রী.) ~চরী, ~চারিণী। ~জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোৎপন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)। ~তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)। ~ধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)। ~ধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা। ~পাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. ~পাঠিনী। ~বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া। ~মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ। ~মৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা। ~যাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. ~যাত্রিণী। ~যায়ী (-য়িন্) বিণ. সহগামী।
Processing time: 2.26 s