রাম definitions

Bangla-Tangla Dictionary
রাম
1. Ram [name]
2. rum [English]
Samsad Bengali-English Dictionary
রাম [ rāma ] n the seventh incarnation of Vishnu (বিষ্ণু), the hero of the Ramayana. ☐ a. good looking; beautiful. ☐ pfx. large, big (রামছাগল, রামশালিক); extremely, utterly (রাম কুঁড়ে). ☐ sfx. a glaring specimen (বোকারাম). রাম না হতে রামায়ণ (fig.) occurrence or fancying of an incident when there is not even the ghost of its cause in view, (cp.) putting the cart before the horse. না রাম না গঙ্গা (fig.) neither this nor that. সেই রামও নেই সেই অযোধ্যাও নেই (fig.) O the times! O the manners! রাম কহ, রাম বল, রামঃ int. expressing: abhorrence, slight etc. ~কেলি n. an Indian musical mode. ~খড়ি n. a kind of red-tinged writing-chalk. ~চন্দ্র n. same as রাম ।int. same as রামঃ । ~দা n. a kind of large chopper (used in beheading animals etc.). ~ধনু, ~ধনুক n. the rainbow. ~ধুন n. a song in glory of Rama (রাম). ~নবমী n. the ninth lunar day of the bright fortnight of the month of Chaitra (চৈত্র); the birthday of Rama (রাম). ~পাখি n. (facet.) the cock or hen, the fowl. ~রাজত্ব, ~রাজ্য n. the reign or rule or realm of Rama (রাম); (fig.) an ideal realm or rule, (sarcas.) unrestrained predominance or monopoly. রাম রাম int. expressing: abhorrence, disgust etc.; phew; an expression of salutation in courtesy among upcountrymen. ~লীলা n. the life and activities of Rama (রাম); an opera illustrating the life and activities of Rama (রাম). ~শিঙা, (coll.) ~শিঙে n. a funnel-shaped wind instrument or mouthpiece made of a buffalo's horn. ~শ্যাম same as রামাশ্যামা ।
Samsad Bangla Abhidhan
রাম [ rāma ] বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। ☐ বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহৎ, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ~কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ~কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ~কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ~খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ~গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ~চন্দ্র বি. দশরথপুত্র রাম। ☐ অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ~ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ। ~দা বি. বৃহৎ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ~ধনু, ~ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ~ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ~ধোলাই বি. প্রচুর প্রহার। ~নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাৎ অবাস্তব ও অসম্ভব ব্যাপার। ~পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ~ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত। ~যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ~রহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ। ~রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ~রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ~লীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ~শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ~শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ~শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাৎ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাৎ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই। রামানুজ, রামায়ণ, রামাশ্যামা [ rāmānuja, rāmāẏaṇa, rāmāśyāmā ] দ্র রাম

Processing time: 1.57 s