রস definitions

Bangla-Tangla Dictionary
রস – juice
Samsad Bengali-English Dictionary
রস [ rasa ] n savour, flavour, taste; a liquid solution of anything hard (চিনির রস); a syrup; juice; exudation (খেজুররস); morbid exudation (ঘায়ের রস); sap (রসহীন কাঠ); essence (অন্ন রস); lymph or mucus or phlegm (দেহে রসাধিক্য); semen; (poet.) strong attachment or love; (rhet.) sentiment expressed or flavour contained in a writing (শৃঙ্গার রস); (Vaishnavism) a way of worship (বাৎসল্যরস); inner or true significance, purport (কাব্যরস); charm; interest; sense of humour (লোকটি রসহীন); fun, banter, wit and humour; delight, hilarity, enjoyment, pleasure (রসে মাতা); (sl.) vanity or audacity; monetary re sources, money; quicksilver, mercury. রস করা v. to make fun (of); to banter; to make a liquid solution of. রস নামা v. to become swollen with drospy. রস পাওয়া v. to find interest in. রস ফুরানো v. to run out of funds. রস হওয়া v. to be come juicy; (sl.) to become vain or audacious. ~করা n. a sweet and juicy drop made of the kernel of coconut. ~কর্পুর n. mercury perchloride. ~কলি n. a streak of mud painted on the bridge of the nose by a Vaishnava. ~কস, ~কষ n. charm and sweetness. ~কসহীন a. dry and outspoken (রসকসহীন কথাবার্তা); bald (রসকসহীন রচনা). ~গর্ভ same as রসাত্মক । ~গোল্লা n. a sweet and juicy drop made of posset and farina. ~গ্রহণ n. appreciation. রসগ্রহণ করা v. to taste; (rhet.) to appreciate the flavour of. ~গ্রাহী a. capable of appreciation, appreciative; receptive. ~ঘন n. (rhet.) flavoury; full of concentrated flavour. ~জ্ঞ a. appreciative of the inner or true significance, capable of appreciation; well-versed in, having connoisseurship in, au fait. fem. ~জ্ঞা । রসজ্ঞ ব্যক্তি one capable of appreciation; a connoisseur. ~জ্ঞান n. capability of appreciation; sense of humour. ~পূর্ণ a. juicy, succulent; sapful, sappy; full of wit and humour. ~বড়া n. a sweet and juicy drop made of pulped pigeon-pea. ~বতী a. fem. full of wit and humour, intelligent and witty. ~বাত n. rheumatic affection in the joints attended with swelling. ~বেত্তা same as ~জ্ঞ । ~বোধ same as ~জ্ঞান । ~ভঙ্গ n. interruption of a spicy topic; interruption of enjoyment (usu. by coarseness). ~ময় a. juicy; full of wit and humour; full of flavour. fem. ~ময়ী । ~রচনা n. witty or humorous writing. ~রাজ n. the most witty and humorous man; Krishna (কৃষ্ণ); stibnite; antimony; quicksilver, mercury. ~শালা n. a chemical laboratory or workshop. ~শাস্ত্র n. poetics. ~সিন্দূর n. cinnabar. ~স্থ a. stricken with excess of phlegm or lymph or mucus. ~স্ফীত a. (bot.) turgid. ~স্ফীতি n. (bot.) turgidity, turges cence. ~স্রাব n. (bot.) exudation. ~হীন a. sapless; dry; dull; uninteresting.
Samsad Bangla Abhidhan
রস [ rasa ] বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্থা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভৎস ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর বা উজ্জ্বল 15 তাৎপর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ~কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ~কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ~কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ~গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ~গোল্লা বি. চিনির রসে পাক করা ছানার গোল্লাবিশেষ। ~গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ~ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ~ঘ্ন বিণ. দেহস্থ রসের আধিক্যনাশক। ☐ বি. সোহাগা। ~জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ~জ্ঞা। বি. ~জ্ঞ তা। ~জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ~বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ~বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ~বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। ☐ বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ~বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ~বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ~বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্থ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ~বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ~বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ~ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ~ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ~ময়ী। ~মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ~রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ~রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ~রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ~শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ~সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ~সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ~স্থ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ~হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা। রসাঞ্জন [ rasāñjana ] দ্র রস রসালাপ, রসাস্বাদ, রসাস্বাদন [ rasālāpa, rasāsbāda, rasāsbādana ] দ্র রস রসেন্দ্র, রসোত্তীর্ণ, রসোদগার [ rasēndra, rasōttīrṇa, rasōdagāra ] দ্র রস

Processing time: 1.31 s