Off by 5 letters:
কন্না definitions

Samsad Bangla Abhidhan
কন্না, কর্না, করনা [ kannā, karnā, karanā ] বি. কর্তব্য কাজ, করণীয় কাজকর্ম (ঘরকন্না)। [সং. করণীয়। তু. হি. কর্না]। করনা [ karanā ] দ্র কন্না
নক্রা definitions

Samsad Bengali-English Dictionary
নক্র [ nakra ] n the crocodile; the alligator. fem. নক্রা । ~রাজ n. the shark.
Samsad Bangla Abhidhan
নক্র [ nakra ] বি. কুমির। [সং. ন + √ ক্রম্ + অ]। ~রাজ বি. হাঙর। নক্রা বি. (স্ত্রী.) স্ত্রী কুমির।
নগ্না definitions

Samsad Bengali-English Dictionary
নগ্ন [ nagna ] a without clothes, unclad, nude, naked (নগ্নদেহ); uncovered, bare (নগ্নপদ, নগ্নশির); without spectacles, naked (নগ্নচক্ষু); without ornaments, bare (নগ্ন বাহু); clear, cloudless (নগ্ন আকাশ); unsheathed, naked (নগ্ন তরবারি = naked steel); obvious or unvarnished or plain or simple (নগ্ন সত্য). fem. নগ্না । নগ্ন সত্য naked truth, stark reality. ~ a. with out clothes, naked, nude. ☐ n. one of a class of Buddhist friars moving naked or very insufficiently clothed. ~তা n. nakedness, nudity; bareness; obviousness. নগ্নিকা a. fem. without clothes, naked, nude. ☐ n. fem. a girl whose menses have not yet started; an infant girl. নগ্নীকরণ n. act of making naked, denudation; uncovering. নগ্নীকৃত a. made naked, denuded; uncovered. নগ্নীভবন n. act of becoming naked, denudation; act of becoming uncovered.
Samsad Bangla Abhidhan
নগ্ন [ nagna ] বিণ. 1 উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ); 2 আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ); 3 খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)। [সং. √ নজ্ + ত]। বি. ~তা ('নির্মল নগ্নতাখানি বর্মসম পরি': সু. দ.)। বিণ. (স্ত্রী.) নগ্না। ~ বিণ. উলঙ্গ। ☐ বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। নগ্নিকা বিণ. (স্ত্রী.) 1 বিবস্ত্রা, নগ্না; 2 অপ্রাপ্তবয়স্কা। ☐ বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা। [সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]। নগ্নী-করণ বি. 1 উলঙ্গ করা; 2 আবরণ উন্মোচন। নগ্না, নগ্নিকা, নগ্নীকরণ [ nagnā, nagnikā, nagnīkaraṇa ] দ্র নগ্ন
যন্তা definitions

Samsad Bangla Abhidhan
যন্তা [ yantā ] (যন্তৃ) বি. 1 সারথি; 2 পরিচালক; 3 মাহুত। [সং. √ যম্ + তৃ]। [তু. নিয়ন্তা]।
সন্না definitions

Samsad Bengali-English Dictionary
সন্না [ sannā ] n small pincers or forceps.
Samsad Bangla Abhidhan
সন্না [ sannā ] বি. ছোট চিমটে। [সং. সন্দংশ]।
Off by 6 letters:
অন্তরা definitions

Samsad Bengali-English Dictionary
অন্তরা [ antarā ] n (mus.) the intermediary part between the refrain and the final development of the music of a song.
Samsad Bangla Abhidhan
অন্তরা [ antarā ] বি. গানের স্থায়ী ও সঞ্চারীর মাঝের অংশ, গানের দ্বিতীয় তুক। [সং. অন্তর্ + আ]।
অন্ন definitions

Bangla-Tangla Dictionary
অন্ন – food
Samsad Bengali-English Dictionary
অন্ন [ anna ] n boiled rice; rice; food. ~কষ্ট n. dis tress caused by scarcity of food; famine; (fig.) sufferance caused by extreme poverty, indigent circumstances. ~কূট n. a stupendous heap of boiled rice. ~ক্ষেত্র var. of অন্নসত্র । ~গতপ্রাণ a. (absolutely) depending on food or boiled rice for subsistence; (loos.) rice eating. ~চিন্তা n. thinking out means of procuring food or earning one's livelihood; food-problem, bread-problem. ~চিন্তা চমৎকারা the effort to earn one's livelihood is all-absorbing; bread-problem is the chief problem; thought of one's daily bread preys heavily on the mind or weighs heavily on the spirits. ~জল n. food and drink; the Hindu rite of providing food and drink for the soul of the dead. ~দা a. fem. one who supplies or gives food. ☐ n. Goddess Durga (দুর্গা) ~দাতা a. & n. one who supplies or gives food; one who maintains. fem. ~দাত্রী । ~দান n. charitable or gratuitous supply of food. ~দাস n. one who has enslaved himself to another for one's food or maintenance. ~নালী n. the aesophagus, the gullet, the food passage. ~পূর্ণা a. fem. full of food or rice. ☐ n. Goddess Durga (দুর্গা).~পথ্য n. rice-meal as diet. ~পান n. food and drink. ~প্রাশন n. the Hindu rite of a child's tasting rice for the first time. ~বস্ত্র n. food and clothing. ~ব্যঞ্জন n. rice and curry. ~ভোজী a. rice-eating. ☐ n. rice-eater. ~ময় a. full of food; built up or nourished by food (অন্নময় কোষ) ~রস n. chyle. ~সংস্থান n. provision for maintenance; procuring food or earning one's livelihood. ~সত্র n. a place or institution for charitable supply of rice or food. ~সমস্যা n. food-problem, bread-problem. ~হীন a. without food; foodless; starving.
Samsad Bangla Abhidhan
অন্ন [ anna ] বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ~কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ~কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উৎসব। ~ক্ষেত্র, ~সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ~গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ~গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ~চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমৎকারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ~ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ~জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ~দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। ☐ বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ~দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ~দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ~দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ~ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ~নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্থলীতে যায়, oesophagus. ~পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ~প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ~ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্থূল দেহ। ~রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উৎপন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ~সংস্থান বি. আহারের ব্যবস্থা; জীবিকার্জন। ~সত্র বি. খাদ্য বিতরণের স্থান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ~হীন বিণ. আহারের সংস্থান নেই এমন, নিরন্ন।
অন্নদা definitions

Samsad Bengali-English Dictionary
অন্ন [ anna ] n boiled rice; rice; food. ~কষ্ট n. dis tress caused by scarcity of food; famine; (fig.) sufferance caused by extreme poverty, indigent circumstances. ~কূট n. a stupendous heap of boiled rice. ~ক্ষেত্র var. of অন্নসত্র । ~গতপ্রাণ a. (absolutely) depending on food or boiled rice for subsistence; (loos.) rice eating. ~চিন্তা n. thinking out means of procuring food or earning one's livelihood; food-problem, bread-problem. ~চিন্তা চমৎকারা the effort to earn one's livelihood is all-absorbing; bread-problem is the chief problem; thought of one's daily bread preys heavily on the mind or weighs heavily on the spirits. ~জল n. food and drink; the Hindu rite of providing food and drink for the soul of the dead. ~দা a. fem. one who supplies or gives food. ☐ n. Goddess Durga (দুর্গা) ~দাতা a. & n. one who supplies or gives food; one who maintains. fem. ~দাত্রী । ~দান n. charitable or gratuitous supply of food. ~দাস n. one who has enslaved himself to another for one's food or maintenance. ~নালী n. the aesophagus, the gullet, the food passage. ~পূর্ণা a. fem. full of food or rice. ☐ n. Goddess Durga (দুর্গা).~পথ্য n. rice-meal as diet. ~পান n. food and drink. ~প্রাশন n. the Hindu rite of a child's tasting rice for the first time. ~বস্ত্র n. food and clothing. ~ব্যঞ্জন n. rice and curry. ~ভোজী a. rice-eating. ☐ n. rice-eater. ~ময় a. full of food; built up or nourished by food (অন্নময় কোষ) ~রস n. chyle. ~সংস্থান n. provision for maintenance; procuring food or earning one's livelihood. ~সত্র n. a place or institution for charitable supply of rice or food. ~সমস্যা n. food-problem, bread-problem. ~হীন a. without food; foodless; starving.
Samsad Bangla Abhidhan
অন্ন [ anna ] বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ~কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ~কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উৎসব। ~ক্ষেত্র, ~সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ~গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ~গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ~চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমৎকারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ~ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ~জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ~দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। ☐ বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ~দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ~দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ~দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ~ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ~নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্থলীতে যায়, oesophagus. ~পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ~প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ~ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্থূল দেহ। ~রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উৎপন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ~সংস্থান বি. আহারের ব্যবস্থা; জীবিকার্জন। ~সত্র বি. খাদ্য বিতরণের স্থান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ~হীন বিণ. আহারের সংস্থান নেই এমন, নিরন্ন।
অন্য definitions

Bangla-Tangla Dictionary
অন্য – other, different, another
Samsad Bengali-English Dictionary
অন্য [ anya ] a. & pro other; some other; any other. ☐ a. different. ~কৃত a. done by some other person. অন্য কেউ somebody else. ~ a. adv. & con. from or by the other or others or another; in a different way. ~তম a. & pro. one or any one of several persons, things, etc. ~তর a. & pro. one or any one of the two; the other. ~ত্র adv. at or in or to a different place or topic or subject. ~থা adv. & con. in a different manner, otherwise, elsewise, or; contrarywise. ☐ a. contrary. ☐ n. violation, infringement; exception; the contrary. অন্যথাকরণ a. doing otherwise; disobeying. অন্যথা করা v. to do or act otherwise; to violate, to in fringe, to disobey. অন্যথা হওয়া v. to be contrary to; to be in violation of. অন্যথাচরণ n. acting or doing otherwise; violation, infringement, disobedience. অন্যথাচরণ করা v. same as অন্যথা করা । ~পূর্বা a. fem. formerly bethrothed or married to somebody else. mas. ~পূর্ব । ~প্রকার, ~বিধ a. of a different or other kind(s). ~প্রকারে adv. same as অন্যভাবে । ~ভাব n. a different or another state or attitude or manner; change of state or attitude or manner. ~ভাবে adv. in a different or other way. ~ভৃৎ a. bringing up another (esp. one not belonging to one's kind). ☐ n. such a person or creature; the crow. ~ভৃত, ~পুষ্ট a. brought up by another (esp. by one belonging to a different kind). ☐ n. such a person or creature; the cuckoo. ~মত n. a different opinion; disagreement; a different manner or way. ☐ a. holding a different opinion; disagreeing; in or of a different manner or way. ~মতে adv. in a different way or manner; according to a different view. ~মনস্ক, ~মনা a. preoccupied by some other thought; absent-minded; in attentive. ~মনে adv. absentmindedly, in attentively. ~মনস্কতা n. preoccupied state; absent-mindedness; inattentive ness, inattention. ~সাপেক্ষ a. relative. ~রূপ a. same as অন্যপ্রকার, অন্যবিধ । অন্যপুষ্ট [ anyapuṣṭa ] a. & n see অন্য ।
Samsad Bangla Abhidhan
অন্য [ anya ] বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। ☐ সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য] ~কৃত বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন। ~গত বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ~, (বার্জি.) ~তঃ অব্য. অন্যভাবে। ~তম বিণ. বহুর মধ্যে এক। ~তর বিণ. দুইয়ের মধ্যে এক। ~ অব্য. ক্রি-বিণ. অন্য জায়গায় বা বিষয়ে। ~ত্ব বি. ভিন্নতা, the state of beign different. ~থা অব্য. ভিন্নভাবে, নতুবা। ☐ বি. ব্যতিক্রম (এর অন্যথা হবে না)। ~থা-করণ বি. অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা। ~থা-চরণ বি. অন্যরকম বা বিরুদ্ধ আচরণ। ~দীয় বিণ. অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত। ~পুষ্ট বিণ. অন্যের দ্বারা পালিত। ☐ বি. কোকিল। ~পূর্বা বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন। ~বিধ বিণ. অন্যরকম, ভিন্নরকম। ~ভৃৎ বিণ. অন্যকে পালন করে এমন। ☐ বি. কাক। ~ভৃত বিণ. অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। ☐ বি. কোকিল। ~মনস্ক, ~মনা বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. ~মনস্কতা। ~রূপ বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। ☐ বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী। ~সাপেক্ষ বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative.
উন্মনা definitions

Samsad Bangla Abhidhan
উন্মনা [ unmanā ] (-নস্) বিণ. 1 অন্যমনষ্ক; 2 উৎকণ্ঠিত, ব্যাকুল; 3 (বিরল) উদাস। [সং. উৎ + মনস্]।
করনা definitions

Samsad Bengali-English Dictionary
করনা [ karanā ] n (chiefly used as a correl.) duties, tasks (ঘরকরনা).
Samsad Bangla Abhidhan
কন্না, কর্না, করনা [ kannā, karnā, karanā ] বি. কর্তব্য কাজ, করণীয় কাজকর্ম (ঘরকন্না)। [সং. করণীয়। তু. হি. কর্না]। করনা [ karanā ] দ্র কন্না
কান্না definitions

Bangla-Tangla Dictionary
কান্না – crying
Samsad Bengali-English Dictionary
কান্না [ kānnā ] n act or a spell of weeping. ~কাটি n. effusive weeping, blubbering; continuous weeping; lamentation; (fig.) ear nest request; solicitation. কান্নাকাটি করা v. to weep effusively, to blubber, to blub; to weep continuously; to lament; to request earnestly; to solicit; to pester with earnest request or solicitation. কান্না-হাসি n. sorrow and joy, tears and smiles.
Samsad Bangla Abhidhan
কান্না [ kānnā ] বি. ক্রন্দন, রোদন, দুঃখকষ্ট বা ব্যথায় চোখের জল ফেলা। [সং. √ ক্রন্দ্]। কান্না আসা, কান্না পাওয়া ক্রি. বি. কাঁদার উপক্রম করা, কাঁদার ইচ্ছা হওয়া। কান্না চাপা ক্রি. বি. কান্না রোধ করার চেষ্টা করা; কান্না রোধ করা। কান্না জোড়া ক্রি. বি. কাঁদতে আরম্ভ করা। ~কাটি বি. প্রবল বা অবিরাম কান্না; বিলাপ; (আল.) একান্ত আবদার; অনুনয়বিনয়।
খন্য definitions

Samsad Bangla Abhidhan
খনন [ khanana ] বি. খোঁড়া (মৃত্তিকা খনন করা)। [সং. √খন্ + অন]। ~কারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে। ~যন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত। খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া উচিত এমন। খনয়িত্রী বি. (স্ত্রী.) যে খোঁড়ে।
ঘেন্না definitions

Bangla-Tangla Dictionary
ঘেন্না – hatred (+ করা = to hate)
Samsad Bangla Abhidhan
ঘেন্না [ ghēnnā ] বি. ঘৃণা -র কথ্য ও বিকৃত রূপ। ঘেন্না করা ক্রি. 1 ঘৃণার ভাব পোষণ করা, মনে ঘৃণার ভাব জাগা ; 2 গা ঘিনঘিন করা (আরশোলা দেখলেই ঘেন্না করে)।
চন্দনা definitions

Samsad Bengali-English Dictionary
চন্দনা [ candanā ] n Chandana, the name of an Indian river; a kind of parrot having red streaks round its throat, Paloeornis nepalensis; a species of hilsa fish.
Samsad Bangla Abhidhan
চন্দনা [ candanā ] বি. (স্ত্রী.) 1 নদীবিশেষ; 2 গলায় লাল রেখাযুক্ত একরকম টিয়াপাখি; 3 ইলিশজাতীয় মাছবিশেষ। [সং. চন্দন + আ]।
ছন্ন definitions

Samsad Bengali-English Dictionary
ছন্ন [ channa ] a covered; overcast; obscured; dis appeared, removed ('পাপতাপ হবে ছন্ন'); lost. ~ছাড়া a. ruined, homeless; Bohemian, vagabond, roving. ~মতি a. out of one's senses, out of one's right wits, not in the proper frame of mind.
Samsad Bangla Abhidhan
ছন্ন [ channa ] বিণ. 1 আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); 2 লুপ্ত, নষ্ট, অপসারিত ('পাপতাপ হবে ছন্ন': ভা. চ.)। [সং. √ ছদ্ + ত]। ~ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)। ~মতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।
ছিন্না definitions

Samsad Bengali-English Dictionary
ছিন্ন [ chinna ] a torn, rent; split, cloven; cut down (ছিন্ন বৃক্ষ); uprooted; detached, separated; removed (ছিন্নসংশয়). ছিন্না a. fem. of ছিন্ন । n. a prostitute, a harlot. ~দ্বৈধ a. freed from hesitation. ~নাস a. one whose nose has been cut off or amputated. ~পক্ষ a. one whose wings have been clipped off; (fig.) rendered powerless, frustrated. ~পত্র n. a fragment of a letter. ~বাস a. one whose clothes are torn; wearing ragged clothes, in tatters, out at elbows. ☐ n. torn or tattered clothes. ~বিচ্ছিন্ন, ~ভিন্ন a. torn or cut or broken to pieces; fragmented; torn asunder; ruined by dissensions or factions. ~মস্তক, ~শির, ~শীর্ষ a. truncated; decapitated; lopped. ~মস্তা n. a truncated manifestation of Goddess Durga (দুর্গা). ~মূল a. uprooted, weeded out. ছিন্নমূল জনগণ uprooted or homeless people; refugees, displaced persons. ~মুষ্ক, ছিন্নাণ্ড a. castrated.
Samsad Bangla Abhidhan
ছিন্ন [ chinna ] বিণ. 1 ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); 2 ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); 3 উৎপাটিত (ছিন্নমূল); 4 সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। ☐ বি. বেশ্যা। ~দ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ~পক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ~বিচ্ছিন্ন, ~ভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ~মস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ~মস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ~মূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ~মূল বিণ. মূল ছিন্ন বা উৎপাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)।
জন্য definitions

Bangla-Tangla Dictionary
জন্য – because of, for
Samsad Bangla Abhidhan
জন্য, (কথ্য) জন্যে [ janya, (kathya) janyē ] অব্য. অনু. 1 কারণে, ফলে, বশত, দরুন (অসুস্থতার জন্য দুর্বলতা, সেইজন্য দুঃখকষ্ট); 2 নিমিত্ত, উদ্দেশ্যে, প্রয়োজনে (উপার্জনের জন্য বিদেশে যাওয়া, আমার জন্য চিন্তা করছে)। ☐ বিণ. উৎপাদ্য; উৎপাদক। [সং. √ জন্ + ণিচ্ + য]। ~জনক-সম্বন্ধ বি. যে উৎপাদন করে এবং যা উৎপন্ন হয় এই দুইয়ের সম্বন্ধ।
ঝরনা definitions

Bangla-Tangla Dictionary
ঝরনা – waterfall, fountain
Samsad Bengali-English Dictionary
ঝরনা [ jharanā ] n a fountain, a waterfall, a cascade, a spring. ~কলম n. a fountain-pen.
Samsad Bangla Abhidhan
ঝরনা [ jharanā ] বি. 1 নির্ঝর, ফোয়ারা; 2 প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়। ঝোরা [ jhōrā ] বি. ঝরনা (পাগলা ঝোরা)। [ঝরনা দ্র]।
তন্মনা definitions

Samsad Bengali-English Dictionary
তন্মন, তন্মনা, তন্মনস্ক, তন্ময় [ tanmana, tanmanā, tanmanaska, tanmaẏa ] a absorbed in or engaged wholly in him or her or it or that; engrossed, rapt, intently engaged or attentive. তন্ময়তা n. absorbedness, raptness, intent attention.
Samsad Bangla Abhidhan
তন্মনস্ক, তন্মনা, (বর্ত. বিরল) তন্মনাঃ [ tanmanaska, tanmanā, (barta. birala) tanmanāḥ ] বিণ. একাগ্রচিত্ত, তদ্গতচিত্ত, অভিনিবিষ্ট (তন্মনস্ক হয়ে লিখছে)। [সং. তদ্ + মনস্ক, মনস্, বাং. মনা]।

Processing time: 1.61 s